সিলেট৭১নিউজ ডেস্ক: বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ মিশরের সুয়েজ খালে বিশাল আকারের একটি মালবাহী জাহাজ আটকে পড়েছে। এতে করে এখন খালটি বন্ধ রয়েছে।
বুধবার আলজাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরে যাওয়ার সময় দুই লাখ টনের একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে সংকীর্ণ খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়। এতে পেছনে থাকা আরও ১৫টি জাহাজ, যেগুলো নোঙ্গর ফেলার অপেক্ষায় ছিল, আটকে গিয়ে গোটা পথে জট তৈরি হয়।
মালবাহী জাহাজটি পরিচালনা করে তাইওয়ানের পরিবহন প্রতিষ্ঠান এভারগ্রিন মেরিন। এটি নেদারল্যান্ডের রটারড্যাম বন্দরে যাচ্ছিল। জাহাজটি ৪০০ মিটার দীর্ঘ ও ৫৯ মিটার প্রশস্ত। এর ধারণক্ষমতা দুই লাখ টনেরও বেশি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, জাহাজটি পুরো জলপথ আটকে দিয়েছে। তাত্ক্ষণিকভাবে মন্তব্যের জন্য সুয়েজ খাল কর্তৃপক্ষের (এসসিএ) কাছে পৌঁছাতে পারেনি আলজাজিরা।
বিশেষজ্ঞদের বরাতে বিবিসি জানায়, পূর্ণ জোয়ারের সময় জাহাজটিকে আড়াআড়ি অবস্থান থেকে সোজা করা না গেলে মাল নামিয়ে তা করতে হবে। এতে কয়েকদিন লেগে যেতে পারে।
সিলেট৭১নিউজ/টিজা