বিনোদন ডেস্ক:পমহাদেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে। আর এতে এবার আক্রান্ত বলিউড সুপারস্টার আমির খান।
বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার মুখপাত্র।
তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক যে, আমির খান করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা হলো, তার শারীরিক অবস্থা ভালো। উনি এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টিনে আছেন। এবং সবরকম নিয়ম মেনে চলছেন। ভালো আছেন।’
এই মুখপাত্র আরও জানান, সাম্প্রতিক সময়ে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেছেন আমির।
বলিউডের ‘খান’ সাম্রাজ্যের প্রথম সদস্য হিসেবে করোনা আক্রান্ত হলেন আমির।
এর আগে এই মহামারির কবলে পড়েছেন ইন্ডাস্ট্রির অমিতাভ-অভিষেক বচ্চন থেকে শুরু করে অর্জুন-মালাইকা, বরুণ ধাওয়ান, রণবীর কাপুর পর্যন্ত।
স্বভাবতই আমিরের এমন খবরে তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। তাদেরও ধৈর্য ধারণের অনুরোধ করেছেন তিনি।
এদিকে, গত ১৬ মার্চ নিজের ৫৭তম জন্মদিনের ঠিক পরদিন সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আমির।
তিনি সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘বন্ধুরা, আমার জন্মদিনে এত ভালবাসা আর শুভেচ্ছাবার্তা পাঠানোয় আমি আপ্লুত। আমার হৃদয় পরিপূর্ণ। জানিয়ে রাখি, এটাই আমার শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট। যেমনটা আপনারা জানেন, আমি সোশ্যালে খুব অ্যাক্টিভ নই। তাই আমি নিজের উপস্থিতি দূর করবার সিদ্ধান্ত নিয়েছি।’
পাশাপাশি তিনি জানান, আমির খান প্রোডাকশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আগামীর সব খবর পাবেন ভক্তরা।
ঘোষণার পর ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে নিজের অস্তিত্ব মুছে ফেলেছেন আমির।
সিলেট৭১নিউজ/টিজা