সিলেট৭১নিউজ ডেস্ক:টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরির আঘাতে এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে পৌরসদরের যমুনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের (প্রাঃ) সামনে এ ঘটনা ঘটে। নিহত বাইমহাটি গ্রামের সেলিম মোল্লার ছেলে আলিমুল মোল্লা (৩২)। সে পেশায় মির্জাপুর পৌরসভার একজন পরিচ্ছন্নকর্মী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে অন্য এলাকার এক দম্পতি রাস্তায় ধস্তাধস্তি করে। এক পর্যায়ে এলাকার কিছু লোকজন তাদের ধামাতে এগিয়ে যায়। এসময় একই গ্রামের আমান উল্লাহ’র ছেলে অভিযুক্ত ছাব্বির (৩৫) যমুনা জেনারেল হাসপাতালের দারোয়ান ডিউটিরত থাকাবস্থায় ঘটনাস্থল গিয়ে কথা বলার এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে ছাব্বির উত্তেজিত হয়ে দৌড়ে নিচে অবস্থিত চায়ের দোকান থেকে একটি ছুরি নিয়ে আলিমুলের পেটে ছুরি মারে। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে পাশের যমুনা জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। কুমুদিনী থেকে তাকে ঢাকা নেয়ার পথে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দেওহাটা এলাকায় পৌঁছানোর পর তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছাব্বির নামের এক ব্যক্তি আলিমুল নামের পরিচ্ছন্নকর্মীকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানতে পেরেছি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমরা অভিযুক্তকে গ্রেপ্তারের আপ্রাণ চেষ্টা করছি।
সিলেট৭১নিউজ/টিজা