জেলা প্রশাসন সুনামগঞ্জ এর আয়োজনে ও ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প-২’ এর আওতায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক দিনব্যাপী সভা ২১ মার্চ রবিবার অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ মো: জাহাঙ্গীর হোসেন এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ শরীফুল ইসলাম, উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, সুনামগঞ্জ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন বলেন যে, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর যদি গ্রাম আদালতের কার্যকারিতা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারে তাহলে গ্রাম আদালতের ভবিষ্যতে সাফল্য ত্বরান্বিত হবে ও গ্রামীণ জনগণের ছোট-ছোট সমস্যার সহজ সমাধান প্রাপ্তির মাধ্যমে সেবা দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে।
গ্রাম আদালত প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আওয়াল নাসিম-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান; উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদি হাসান, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদিদ,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মো: মুনতাসির হাসান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, আনিসুর রহমান, উপপরিচালক,; সুচিত্রা রায়, উপপরিচালক, জেলা সমাজসেবা অফিস; আবুল কাসেম, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; জেলা যুব উন্নয়ন অধিদপ্তর; নিরঞ্জন বন্ধু দাম, উপপরিচালক, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; স্থানীয় সরকার শাখার বিভিন্ন প্রকল্পের ডিএফবৃন্দ; দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার; প্রিন্ট ও ইলেট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ; জেলা পর্যায়ের বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, উপকারভোগী প্রমুখ।