বিনোদন ডেস্ক:বাংলাদেশের খ্যাতিমান চিত্র পরিচালক কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত বেশ কিছুদিন ধরে। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত (১৭ মার্চ) বাবার অসুস্থতার খবর শুনে সুদূর আমেরিকা থেকে দেশে ফিরেছেন নায়ক কাজী মারুফ।
ঢাকা বিমানবন্দরে নেমেই মারুফ চলে যান হাসপাতালে। বাবার দেখাশোনা এখন তিনিই করছেন। মারুফ বলেন, ‘আমার দেশে আসার কথা ছিল আরো পরে। কিন্তু বাবা করোনায় আক্রান্ত শুনে আর অপেক্ষা করতে পারিনি।
তিনি আরো বলেন, আজ আমি মারুফ হয়েছি, সারা দেশের মানুষ আমাকে চিনেছে বাবার জন্যই। তিনি শুধু সন্তান নয়, একজন অভিনেতা মারুফকে জন্ম দিয়েছেন। এই কৃতজ্ঞতা এক জীবনে শোধ হবে না। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাই।
উল্লেখ্য, দেশকে দিয়েছেন বেশকিছু জনপ্রিয় ছবি।‘ইতিহাস’চলচ্চিত্র দিয়ে অভিষেক মারুফের। প্রথম ছবিতেই পেয়েছেন দর্শকপ্রিয়তা। কাজী হায়াৎ‘দাঙ্গা’,‘ত্রাস’,‘দেশদ্রোহী’,‘লুটতরাজ’,‘তেজী’সহ অর্ধশতাধিক ছবি পরিচালনা করেছেন।
সিলেট৭১নিউজ/টিজা