সিলেট৭১নিউজ ডেস্ক:কাতারে এখন থেকে শ্রমিকেরা প্রতিমাসে ন্যূনতম মজুরি হিসেবে শ্রমিকেরা পাবেন ১ হাজার কাতারি রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩ হাজার টাকা। শনিবার (২০ মার্চ) থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি আইন কার্যকর হয়েছে দেশটিতে।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কর্মরত যেকোনো দেশের যে কোনো খাতের শ্রমিকের ক্ষেত্রে এ মজুরি প্রযোজ্য হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার প্রথম আইন পরিবর্তন করে ন্যূনতম মজুরি বেঁধে দিল।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকেরা প্রতি মাসে ন্যূনতম ১ হাজার কাতারি রিয়েল বা ২৭৫ মার্কিন ডলার মজুরি পাবেন। একই সঙ্গে মজুরির বাইরে প্রতি মাসে শ্রমিকেরা খাবার খরচ বাবদ ৩০০ রিয়েল ও আবাসন ব্যয় হিসেবে আরও ৫০০ রিয়েল পাবেন। তবে যেসব শ্রমিক মালিকপক্ষের কাছ থেকে খাবার ও আবাসন সুবিধা পান, তারা প্রতি মাসে অতিরিক্ত এই ৮০০ রিয়েল পাবেন না।
সিলেট৭১নিউজ/টিআ