সিলেট৭১নিউজ ডেস্ক:মুন্সীগঞ্জের লৌহজংয় উপজেলার শিমুলিয়া ফেরিঘাট থেকে ৪ লাখ পিস চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। শনিবার গভীর রাত আনুমানিক ২ টার দিকে পদ্মা সেতু কোস্টগার্ড কম্পোজিট স্টেশন এর একটি দল গোপন সংবাদের ভিক্তিতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে এই চিংড়ি রেনু গুলি জব্দ করা হয়।
পদ্মাসেতু কোস্টগার্ড কম্পোজিট স্টেশন এর কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার সিপিও জানান,গোপন সংবাদের ভিক্তিতে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় চট্রগ্রাম থেকে মংলাগামী বেপাড়ী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ পিস চিংড়ি রেনু জব্দ করা হয়। জব্দ কৃত চিংড়ি রেনুর আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।
বাজারে প্রতিটি গলদা-বাগদা চিংড়ি পোনা বিক্রি হয় ২/৩ টাকা করে।
পরে জব্দ কৃত চিংড়ি রেনু গুলি শনিবার সকাল ১০ টার দিকে পদ্মাসেতু কোস্টগার্ড কম্পোজিট স্টেশন এর কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার (সিপিও), টুআইসি বুলবুল (পিও), মৎস অধিদপ্তরের সহকারী মনিরুজ্জামান এবং অনান্য কোস্টগার্ড সদস্যের উপস্থীতিতে জব্দ করা পোনা গুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
সিলেট৭১নিউজ/টিজা