সিলেট৭১নিউজ ডেস্ক:বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী মারা গেছেন। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে( সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি বিডি২৪লাইভকে নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এর আগে গত ১৪ মার্চ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হন। এসময় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।
ঐসময় তার স্ত্রী ডা. সিমকি জানিয়েছিলেন, এখনও তার অবস্থা ভালো না। পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করায় গত ১২ মার্চ বিকেলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন অবস্থার অবনতি হওয়া আইসিইউতে নেওয়া হয়। তিনি গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আছেন।
সিলেট৭১নিউজ/টিজা