আহমদ হোসেন খান :: “সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই” আজকের দুনিয়ায় যারা সভ্য জাতি, তাদের দেশের বিস্তার হওয়ার অনেক আগেই এই উপমহাদেশে তথা ভারতবর্ষে এসবের চর্চা ছিল। বৃটিশ আমলে ভারতবর্ষে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বহু আন্দোলন- সংগ্রাম হয়েছে।
এসব আন্দোলনে ভারতের মহাত্মা গান্ধী কিংবা তৎকালীন দারুল উলূম দেওবন্দ মাদরাসার কর্ণধার হযরত মাওলানা হোসাইন আহমদ মাদানী (রহ:) সহ অসংখ্য মুসলিম নেতার একই কাতারে দাঁড়িয়ে ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার ছিলেন।
একটা বিষয় সবার জেনে রাখা ভালো বাংলাদেশে আজ যাদের কে সংখ্যালঘু মনে করছো, এই সিলেটের জাফলংয়ের তামাবিল স্থলবন্দর অতিক্রম করলেই তারা সেখানে সংখ্যাগুরু। বঙ্গবসাগরের ওপারে যারা সংখ্যালঘু সাগর পাড়ি দিয়ে বক্সবাজারে ঢুকলেই এখানে সংখ্যাগুরু। সুতরাং সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যারা হামলা যারা করেছে, তারা নি: সন্দেহে কোন সঠিক ধর্মের অনুসারী হতে পারে না। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বিদায় হজ্জের ভাষণে পরিস্কার ভাষায় বলেছেন “ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, নিজের ধর্ম নিজে পালন করো।” আমাদের দাবি এসব সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও ধর্মের দোহাই দিয়ে বিপদগামী পাপিষ্ঠদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।