সিলেট৭১নিউজ ডেস্ক:: মিয়ানমারে জান্তা সরকারের ব্যাপক ধড়পাকড়ের মাঝেও দেশটিতে লুকিয়ে থাকা রাজনীতিবিদরা ঘোষণা দিয়েছেন, সামরিক বাহিনীর এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলবে। সেই সঙ্গে নিজেদেরকে মিয়ানমারের বৈধ সরকার বলে দাবি করেছেন লুকিয়ে থাকা রাজনীতিবিদরা।
সেই সব রাজনীতিবিদদের নিয়ে গঠিত একটি কমিটির প্রধান মাহন উইন খিয়াং থান জানান, ‘এটা জাতির জন্য সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত। তবে খুব তাড়াতাড়ি আলোর দেখা পাওয়া যাবে।’ আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, একদল সংসদ সদস্যকে নিয়ে লুকিয়ে রয়েছেন খিয়াং থান, যারা সেনাবাহিনীর অভ্যুত্থান মেনে নেননি।
সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির যে এমপিরা এখন সেনা সরকারের হাতে গ্রেফতার হননি, তারা পালিয়ে নতুন একটি গ্রুপ তৈরি করেছেন, যার নাম কমিটি ফর রিপ্রেজেন্টিং পাইডুংসু হলত্তু (সিআরপিএইচ), যার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহন উইন খিয়াং থান। এদিকে মিয়ানমারের বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করছে তারা।
এক ফেসবুক বার্তায় মাহন উইন খিয়াং থান বলেছেন, ‘এটা এমন একটা সময় যখন অন্ধকারের বিরুদ্ধে আমাদের নাগরিকদের লড়াই করার ক্ষমতার পরীক্ষা হচ্ছে। অতীতে আমাদের মধ্যে বিভেদ থাকলেও এখন অবশ্যই আমাদের হাতে হাত ধরে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে।’
এদিকে সিআরপিএইচকে একটি অবৈধ গ্রুপ বলে মনে করে সামরিক বাহিনী। তারা সতর্ক করে দিয়েছে, এই কমিটিকে যারা সহায়তা করবে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে।
সিলেট৭১নিউজ/সময়/আবিদ