শরীফ আহমদ:: সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে বিশাল পরিসারে আধুনিক পরিপাটি সৌন্দর্য্যে যুগের চাহিদা,ভাল খেলোয়ার তৈরির লক্ষ্যে বিগ সিক্স লেইজার সেন্টার নামে প্লে-গ্রাউন্ড ইনডোরের নির্মাণ করা হচ্ছে।
জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমা পিরোজপুরে ১৩হাজার ৫শত স্কয়ার ফুট সু-বিশাল ফুটবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট, টেনিসবল প্লে-গ্রাউন্ড তৈরির পাশাপাশি নতুনত্ব নিয়ে দর্শকের সুবিধার্থে ৫০আসনের দর্শক গ্যালারী তৈরী করা হচ্ছে এবং গাড়ীর জন্য আলাদা পাকিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে। বেসিক ক্রিকেট একাডেমীতে ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া ও সিলেটের ব্যাডমিন্টন খেলোয়ার দুলাল ব্যাডমিন্টন একাডেমীর মাধ্যমে ব্যাডমিন্টন খেলোয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। ইনডোরটি মার্চ মাসের প্রথমে উদ্বোধন করতে পারবেন বলে আশা করছেন উদ্যোক্তারা। এব্যাপারে বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির অর্থ সম্পাদক মইনুল ইসলাম,বলেন যুব সমাজকে মাদকাআসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। দক্ষিণ সুরমায় ভাল একটি মাঠ নেই,এ ধরনের একটি প্লে-গ্রাউন্ড ইনডোর নির্মাণ হচ্ছে বলে আমরা অত্যন্ত খুশি। উদ্যোক্তাদের সাধুবাদ জানাচ্ছি। উদ্যোক্তা ইমরান আহমদ আজাদ,বাবলুর রহমান বাবলা,
জুমাদিন আহমদ,সাইফুল ইসলাম,তাজুল ইসলাম লাহিন,পলাশ কর এর অর্থায়নে বিগ সিক্স লেইজার সেন্টার নামে প্লে-গ্রাউন্ড ইনডোরের নির্মাণ করা হচ্ছে।
বাবলুর রহমান বাবলা বলেন, আধুনিক যুগের চাহিদা ও ভাল মানের খেলোয়ার তৈরীর লক্ষ্যে আমাদের ক্ষুদ্র প্রচেষ্ঠায় একটি ভালমানের ইনডোর তৈরীর কাজ করছি। বর্তমান প্রজন্ম ইন্টারনেটের যুগে যুবকরা খেলাধুলা না করে ইন্টারনেটে আসক্ত হচ্ছে। আমরা চাই বানিজ্যিকতার পাশাপাশি তরুণ সমাজকে একটি সুন্দর ইনডোর তৈরী করে তাদেরকে খেলাধুলায় ফিরিয়ে আনতে।