নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ সুরমা উপজেলা ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মইন উদ্দিন মৃত্যুসনদ জালিয়াতি মামলা কারাগারে।
২ মার্চ মঙ্গলবার সকালে সিলেটে মাননীয় মেট্টোপলিটন ম্যাজিষ্টেট ৩য় আদালতে আসামী মইন উদ্দিন আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করিলে আদালতের বিচারক বেগম শারমিন নিলা খানম শুনানী শেষে আসামীকে জামিন না দিয়ে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি সিলেট কোর্টের এপিপি প্রবাল চৌধুরী পূজন।
মামলাসূত্রে জানা যায়, হযরত শাহজালাল লতিফিয়া মসজিদ কমিটির সহ-সভাপতি মৃত ধন মিয়া সাহেবের ছেলে কামাল আহমদ মসজিদ কমিটির পক্ষে বাদী হয়ে মেম্বার মইন উদ্দিন ও তাহার পালিত ছেলে আরিফ হাসান উরপে সাদ্দাম সহ ৭জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি মাননীয় আদালত সুষ্ট তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিপিআই সিলেট কে নির্দেশ দিলে, পিপিআই তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৫ জনের নাম উল্লেখ করিয়া বিগত ২৮ডিসেম্বর ২০২০ সালে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।
এ ব্যাপারে মামলার বাদী কামাল আহমদ বলেন, মসজিদের টাকা আত্মসাৎ করার কারনে বিগত ১৮ ডিসেম্বর ২০১৯ সালে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করি। সেই মামলা মিথ্যা প্রমাণিত করতে আসামী মইনুদ্দিন তার মায়ের ভূয়া মৃত্যুসনদ তৈরী করে মামলাটিকে থেকে অব্যাহতি নিতে চেয়েছিলেন। পরবর্তীতে আমি ১৩ আগষ্ট ২০২০সালে মৃত্যু সনদ জাল জালিয়াতি করার অপরাধে সিলেট মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করি। সেই মামলার প্রেক্ষিতে ২ ও ৫নং আসামী জেল খেটে জামিনে আছেন। ১নং আসামী মইন মেম্বার পলাতক থাকার পর ২ মার্চ আদালতে হাজির হলে মাননীয় বিচারক তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ মুরব্বী বলেন,১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন না হওয়ায় মইন মেম্বার দীর্ঘদিন যাবত প্রভাব খাটিয়ে এলাকার মানুষকে মিথ্যা মামলা ও ভয় দেখিয়ে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে। অবশেষে তিনি কারাগারে যাওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।