শরীফ আহমদ:: ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে বর্তমান সরকারের নানামূখী পদক্ষেপের মধ্যে দক্ষিণ সুরমা উপজেলা সকল ইউনিয়নে বিকাশ ও নগদ এর মাধ্যমে ভাতাভোগীদের ভাতা প্রদানের কাজ চলছে। বয়স্ক, বিধবা, নিগৃহীতা মহিলা, অসচ্ছল প্রতিবন্ধি সুবিধাভোগীদের মাধ্যমে মোবাইল ফাইন্যান্স সার্ভিস প্রোভাডার নগদ ও বিকাশের মাধ্যমে উপজেলার সকল ইউনিয়নে ভাতা প্রদানের লক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয় কাজ করছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সমাজসেবা কল্যাণ মন্ত্রনালয়ের নিদের্শনায় সারা দেশের ন্যায় কাজ চলছে। এই সুবিধার কারনে এখন ভাতা ভোগীরা ব্যাংকের লাইনে দাড়ানো থাকতে হবে না। বাড়ীতে থেকেও তারা ভাতা গ্রহণ করতে পারবেন। বয়স্কদের আগের মত আর কষ্ট করতে হবে না। সমাজসেবা অফিসের এই কার্যক্রমকে ভাতাভোগীরা স্বাগত জানিয়েছেন।
সমাজসেবা সূত্রে জানা যায়, গত বছরের শেষের দিকে লালাবাজার ইউনিয়নের মাধ্যমে প্রথমে দক্ষিণ সুরমায় ভাতা ভোগীদের কার্যকর্ম শুরু করা হয়। পরবর্তীতে ভাতাভোগীরা এর সুফলভোগ করায় এখন ৯টি ইউনিয়নে নগদ এর মাধ্যমে মোগলাবাজারে ১৪৬৪, দাউদপুরে ১২৭৬, মোল্লারগাঁও ১২৩৯, কামালবাজারে ৩৯৬, বরইকান্দিতে ৯৭১, কুচাইয়ে ১০৬০, জালালপুরে ১৬১৪, তেতলীতে ১২৪৫ ও সিলামে ১৪৫৩জন ভাতাভোগীরা এই সেবা গ্রহণ করতে পারবেন।
এ ব্যাপারে তেতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া জানান, ভাতাভোগীদের মোবাইলের মাধ্যমে ভাতা গ্রহণ করা সত্যি প্রশংসার দাবীদার। সমাজসেবা অফিসের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিম জানান, ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে ভাতাভোগীদের টাকা প্রদান সহজতর করতে আমরা কাজ করছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়তে এই পদক্ষেপ একদাপ এগিয়ে। ভাতাভোগীরা সরকারের এই ডিজিটাল সেবা পাওয়ায় তারা আনন্দিত।