Please Share This Post in Your Social Media
জাকারিয়া আবুল : গোলাপগঞ্জে ফয়জুর রহমান কটই মিয়া নামে এক মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুর ২০মিনিটের মধ্যে স্বামী শোকে স্ত্রী সোনারা বেগম (৬০) মৃত্যুবরণ করেন। ঘটনাটি রোববার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউপির বানীগ্রামে ঘটে।
জানা যায়, বার্ধক্যজনিত কারণে রোববার দুপুর ১টায় বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান কটই মিয়া নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর পর স্বামী শোকে বিলাপ করতে থাকেন হার্টের রোগী স্ত্রী সোনারা বেগম। আর্তনাদের এক পর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব সফিকুর রহমান।
এদিকে রোববার বিকাল সাড়ে ৫টায় ফয়জুর রহমানকে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক তোতা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্জ্ব সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, শেখ আব্দুল বারিক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান কটই মিয়া গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউপির বানীগ্রামের তফজ্জল আলীর ছেলে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ১ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে রোববার রাত সাড়ে ৮টায় বানীগ্রাম শাহী ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে একই মাঠে তাঁর স্ত্রী সোনারা বেগমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
Related