সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.ন.ম বদরুদ্দোজা বলেছেন, দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। বর্তমান সরকার দেশের প্রতিটি জনগোষ্টিকে জনসম্পদে পরিণত করতে বদ্ধ পরিকর। এক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে অগ্রনী ভূমিকা পালন করছে। সরকারের নির্দেশনা মোতাবেক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অত্যন্ত দক্ষতার সাথে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে এদেশের প্রতিটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো সহায়ক ভূমিকা পালন করছে। তিনি যুব সমাজকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে প্রশিক্ষিত করে তোলার পাশাপাশি দেশ সেবায় এগিয়ে আসার আহবান জানান।
তিনি ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার আলমপুরস্থ সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রনালয়াধীন জনশক্তি ও কর্মস্থান (বিএমইটি) আয়োজিত নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওয়ালি উল্লা মোল্লা’র সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর জাকির হোসেন এর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ডিআইজি রেঞ্জ এসপি নুরুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি সিলেট এর সহকারী পরিচালক মির কামরুল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হক, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সন্তুস চন্দ্র দেবনাথ, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের শোয়েব, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকি, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওয়ালি উল্লা মোল্লা।
সেমিনারে জেলা, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, ইমাম, শিক্ষা প্রতিষ্টানের প্রদান, পুলিশ, রিপুটিং এজেন্সীর প্রতিনিধিসহ সুধীসমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনার জানানো হয়, দেশের ৬৪ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ও ৬ টি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির মাধ্যমে বিদেশ গমনেচ্ছুক কর্মীদের ৫৫ টি ট্রেডে দক্ষতা প্রশিক্ষণ প্রদান চলছে। এছাড়া আরও ৪০ টি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ চলমান আছে। বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
সিলেট বিভাগে মোট ৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১টি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। ইতোমধ্যে সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বিদেশগামী কর্মীদের নাম রেজিষ্ট্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট সহ নানাবিধ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করা হয়।