সিলেট৭১নিউজ ডেস্ক:: হঠাৎই পড়ে গেল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দর। জানুয়ারিতেও প্রতি শেয়ারের দর ৮৮০ ডলার ছিল টেসলার। এক সপ্তাহেই যা ২০ শতাংশ পর্যন্ত কমেছে। এরপরই বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির অবস্থান হারালেন এলন মাস্ক।
হঠাৎই টেসলার এমন পতনে প্রতিষ্ঠানটির বিটকয়েনে দেড়শ’ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে। এলন মাস্ক শীর্ষ ধনী ব্যক্তির অবস্থান হারানোর পর আবারো সে স্থান দখলে নিয়েছেন অ্যামাজান প্রতিষ্ঠাতা জেফ বেজস।
এদিকে টানা ঊর্ধ্বমুখী অবস্থানে থাকার পর হঠাৎই কমছে বিটকয়েনের দামও। টেসলা বিটকয়েন কিনেছে এ খবর প্রকাশের পর বিটকয়েনের দাম অনেক বেড়ে যায়। কিন্তু এরপর হঠাৎ ২০ শতাংশ কমে যায় এ ভার্চুয়াল কারেন্সির দর। বিটকয়েনে মাস্কের আগ্রহের কারণেই টেসলার শেয়ারের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। সম্প্রতি আবার তুলনামূলক কম দামি টেসলার ইলেক্ট্রিক গাড়ি ‘ওয়াই এস ইউ ভি’র বিক্রি বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। গাড়িটির গতি আরও বাড়াতে চান মাস্ক।
এদিকে প্রতিদ্বন্দ্বী জেনারেল মটরস আর ফোক্সওয়াগেনও বৈদ্যুতিক গাড়ি তৈরি আর বিক্রিতে গুরুত্ব দিচ্ছে। প্রতিদিনই একটু একটু করে কমছে টেসলার শেয়ারের দর। জানুয়ারিতে টেসলার শেয়ারের দর ছিল ৮৮৩ ডলার। বর্তমানে যা ৬১৯ ডলার।
সিলেট৭১নিউজ/সময়/আবিদ