Please Share This Post in Your Social Media
জাকারিয়া আবুল-সিলেটে প্রতিষ্ঠিত হলো মাসজিদুল হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটি অত্যাধুনিক মসজিদ। কাতার চ্যারিটির সহযোগিতায় সিলেট শহরতলীর লালমাটিয়া (পারাইরচক সংলগ্ন) মারকায মাদিনাতিস সালাম শিক্ষা ও সেবা কমপ্লেক্সে প্রতিষ্ঠিত এ মসজিদে একই ছাদের নীচে পুরুষ ও নারীদের নামাযের জন্য রয়েছে পৃথক স্থান।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জুমার নামায আদায়ের মধ্য দিয়ে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম বলেন, মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। আল্লাহর মনোনীত এ ঘরে প্রবেশ করলে মুমিনের মন আল্লাহর ভালোবাসার সৌরভে প্রশান্ত হয়ে যায়। সেখানে মুমিনরা মহান আল্লাহর সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। এজন্য মসজিদ নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ ভীষণ পছন্দ করেন। মসজিদে শুধু নামাজ আদায় করলে হবে না। গবেষণা ও ও জ্ঞানচর্চা কেন্দ্র হিসেবে মসজিদকে প্রতিষ্ঠা করতে হবে। এটি ইসলামের ঐতিহ্য। হারিয়ে যাওয়া ইসলামের চিরায়ত এই ঐতিহ্যকে ধারণ করে বর্তমান সরকার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করছে। মুসলিম বিশ্বে এই প্রথম কোনো দেশের মুসলিম সরকার প্রধান একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ করছে। এটি আমাদের দেশ ও মুসলমানদের জন্য গৌরবের বিষয়।
মারকায মাদিনাতিস সালাম শিক্ষা ও সেবা কমপ্লেক্সের চেয়ারম্যন ও মাসজিদুল হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ তাফাযযুল হকের সভাপতিত্বে ও মাওলানা জুবের আল মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, কাতার চ্যারিটি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডাইরেক্টর ড. মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির আল-মাদানী।
হাফিজ রেজাউল করিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে আলোচনা করেন ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহ নজরুল ইসলাম, বরিশাল গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক, মাসজিদুল হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা কমিটির সদস্য ড. শফি আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের ডিজাইনার ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, কাতার চ্যারিটি বাংলাদেশ এর প্রকল্প সহকারী নজরুল ইসলাম, মাসজিদুল হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা কমিটির সদস্য মুফতি আসাদুল হক মাছনুন, ইমরান আহমদ, হাফিজ আব্দুর রকিব, মাওলানা আব্দুশ শুকুর, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সিলেট শহরতলীর ফেঞ্জুগঞ্জ রোডের লাল মাটিয়ায় মারকায মাদিনাতিস সালাম শিক্ষা ও সেবা কমপ্লেক্সে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ‘কাতার চ্যারিটি’র সহযোগিতায় সিলেটের প্রায় ৬’শ এতিম যুবক ও যুবতীদের জন্য পৃথকভাবে
গড়ে উঠছে অত্যাধুনিক ৬ তলা বিশিষ্ট এতিমখানা ও মসজিদ। ২০২০ সালের ২০ জুন এ মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম।
Related