ডেস্ক:: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমি একটা দলে বিশ্বাস করি, একটা আদর্শে বিশ্বাস করি, লালন করি। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সিলেট মহানগরীর উন্নয়নে আমি সবার সহযোগিতা চাই। চলমান এই উন্নয়নে আমাকে সবাই সহযোগিতা করছেন। আর এই উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিতে সকল মহলের সহযোগিতা থাকবে। আমার বিশ্বাস আমাদের এই উন্নয়ন কাজ শেষ হলে সিলেট শুধু বাংলাদেশের মধ্যে নয়, বিশ্বের বিভিন্ন সিটির মতো সিলেট নগরী হবে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরের চৌহাট্টাস্থ উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এর আগে বুধবার দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদকালে পরিবহন শ্রমিক ও সিটি কর্পোরেশন কর্মীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় যানবাহন ভাংচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষের পরে সেখানে পার্কিং করা সকল গাড়ি রেকার করে স্থানটি খালি করে বিকেল থেকে উন্নয়ন কাজ শুরু হয়।
এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট এজাহায়নামীয় আসামি হিসেবে ২৮ জনসহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এর মধ্যে অস্ত্রসহ যুবক আটকের ঘটনায় একটি, দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় একটি এবং সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।