নিজস্ব প্রতিবেদক:: দক্ষিণ সুরমার চন্ডিপুল ও হুমায়ুন রশীদ চত্ত¡র মহাসড়কে রাস্তা অবরোধ করে রেখেছে স্থানীয় মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিকরা। তারা দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল ও হুমায়ুন রশীদ চত্ত¡র সড়কে গাড়ী রেখে অবরোধ করে বিক্ষোভ করে।
জানা যায়, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় সিসিকের সৌন্দর্যবর্ধন উন্নয়ন কাজ চলছে। উন্নয়ন কাজ শুরু হওয়ার পর পরই সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী চৌহাট্টা এলাকাস্থ ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ গাড়ির স্ট্যান্ড সরিয়ে নেয়ার নির্দেশ দেন। কিন্তু ফুটপাত ছাড়তে রাজি হননি শ্রমিকরা।
১৭ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় সিসিক ফুটপাতে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করতে গেলে পরিবহন শ্রমিকরা এতে বাঁধা দিয়ে সড়ক অবরোধ করে রাখে। উত্তেজিত শ্রমিকরা সিসিকের শ্রমিকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে দক্ষিণ সুরমায় চন্ডিপুল ও হুমায়ুন রশীদ চত্ত¡রে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
এব্যাপারে চন্ডিপুল মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি শাহ রিপন আহমদ বলেন, সিসিক মেয়রের নেতৃত্বে চোহাট্টায় মাইক্রোবাস শ্রমিকদের গাড়ী ভাংচুর করা হয়েছে। তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করছি।
দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুপুর ১টায় দক্ষিণ সুরমা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। অপৃতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।