সিলেট৭১নিউজ ডেস্ক: ভালবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেম বঞ্চিতরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এতে অংশগ্রহণকারীরা শ্লোগান দেয় ‘আমরা সিঙ্গেল কেন? প্রশাসন জবাব চাই’।
রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আম চত্বর থেকে ‘প্রেম বঞ্চিত সংঘ’ এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের সামনে গিয়ে সমাবেশ করে।
এতে অংশ নেয় ওই সংগঠনের প্রায় শতাধিক সদস্য। প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে লেখা ছিল, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না।’
এ সময় রাবি শাখা প্রেমবঞ্চিত সংঘের সভাপতি আব্দুল্লাহর নেতৃত্বে অংশগ্রহণকারীরা শ্লোগান দেয়, ‘তুমি কে, আমি কে-বঞ্চিত, বঞ্চিত’ কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না। আমরা সিঙ্গেল কেন? প্রশাসন জবাব চাই। পরে সংগঠনটি গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে।
প্রেম বঞ্চিত সংঘের সভাপতি আব্দুল্লাহ জানান, ভালবাসার নামে দেশে শ্লীলতাহানির ছড়াছড়ি, এটা আমরা চাই না। ভালবাসা হবে পবিত্র।
সিলেট৭১নিউজ/টিআর/ যুগান্তরকে