নিজস্ব প্রতিবেদক: সরকার দলীয় সন্ত্রাসী দ্বারা প্রাণনাশের উদ্দেশ্য প্রকাশ্য দিবালোকে অপহরণ চেষ্টার বিচার দাবীতে গতকাল ১৬ জানুয়ারী সংবাদ সম্মেলন করেছেন ব্যাংক কর্মচারী একজন নারী। ফারজানা খান নামের এই নারী ন্যাশনাল ব্যাংকের সিলেট লালদিঘিরপার শাখায় ট্রেইনি এসিস্ট্যান্ট পদে কর্মরত৷ ১৬ জানুয়ারী দুপুর ১২ ঘটিকায় সিলেট জেলা প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে দাবী করেন, ১৪ জানুয়ারি তার কর্মস্থলে যাওয়ার সময় নগরীর জিতু মিয়া পয়েন্টে স্থানীয় প্রভাবশালী আওয়ামিলীগ নেতা নাসিরুদ্দিন গ্রুপের ৬/৭ সদস্যের একদল সন্ত্রাসী তার রিক্সা থামিয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলতে চায়। এসময় তাকে শারীরিকভাবেও আহত করে তারা। তিনি আরো দাবী করেন, তার চিৎকারে পথচারীরা জড়ো হলে সন্ত্রাসীরা সটকে পড়ে। এদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী রাসেল, মারুফ এবং জাকিরকে চিনতে পেরেছেন বলেও তিনি দাবি করেন। অপহরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, তার স্বামী মোহাম্মদ ইয়াসিন আরাফাত ভুঁইয়া বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং আওয়ামীলীগ নেতা নাসিরুদ্দিনের সাথে ব্যক্তিগত শত্রুতার কারণে ইতিমধ্যে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যামামলাসহ মোট তিনটি মামলায় পলাতক। তার স্বামীকে না পেয়ে প্রতিশোধপরায়ণতা থেকেই তাকে প্রাণে হত্যার লক্ষ্যে অপহরণের চেষ্টা করে কথিত সন্ত্রাসীরা৷ ঘটনার পরপরই পুলিশের কাছে মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়, তাই সংবাদ সম্মেলন করা ছাড়া তার সামনে আর কোন পথ খোলা নেই বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে ফারজানা’র ভাই রাশেদ খান, তার বোন ফাহমিদা খান, পারিবারিক স্বজন খলিলুর রহমান এবং নিলুফা বেগম উপস্থিত ছিলেন। ফারজানা খান বলেন, বাংলাদেশের একজন নিরপরাধ নাগরিক হয়েও নিজের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত।