সিলেট৭১নিউজ ডেস্ক:: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
আজ বুধবার দুপুরে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বেক্সিমকোর নতুন পিপিই পার্কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এ সময় আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও ব্যবসায়ীক সর্ম্পকও অনেক ভালো। সবসময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে বলেও বলেন তিনি।
এ সময় মিলার আরও বলেন, আমরা উভয় জাতিই দেশের উন্নয়নে বাণিজ্য ও স্বাধীন উদ্যোগের মূল্য সম্পর্কে সাধারণ কিছু দৃষ্টিভঙ্গি অনুসরণ করি। বেক্সিমকো এই মূল্যবোধের প্রতিনিধিত্ব করে।
এদিকে বেক্সিমকোর নতুন পিপিই পার্কের উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেক্সিমকোর সিইও এস নাভেদ হুমাইন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানসহ বেক্সিমকো গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও ইন্টারটেকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক সন্দ্বীপ দাস, উত্তর আমেরিকার গ্লোবাল সফটলাইন্সের ভাইস প্রেসিডেন্ট রক করোনা, উত্তর আমেরিকার পিপিই কারিগরি প্রধান জ্যাশন অ্যালেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।
সাভারে প্রায় একশ মিলিয়ন ডলার ব্যয়ে গড়ে তোলা হয়েছে করোনাভাইরাসের এই স্বাস্থ্য সুরক্ষামূলক পিপিই পার্কটি। নতুন এই পিপিই পার্কে কাচাঁমাল থেকে বিভিন্ন ওজনের লেমিনেটেড ফেব্রিক্সস ও মেল্টব্লোন পদার্থ তৈরি হবে। অতপর এইসব থেকে প্রস্তুত করা হবে জীবাণুনাশক ডিজপজেবল আইসোলেশন ও সার্জিক্যাল গাউন, পুনব্যবহারযোগ্য আইসোলেশন গাউন, সার্জিক্যাল মাস্ক, ডিজপজেবল ক্রাবসসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।
সিলেট৭১নিউজ/আরটিভি/আবিদ