সিলেট৭১নিউজ ডেস্ক:: প্রশংসা বন্ধ করে যথা সময়ে যথাযথ কাজ করতে বাস্তবায়ন পরীবিক্ষন ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার ২০২০-২০২১ অর্থবছরে নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরীবিক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী।
এনইসি সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রকল্প বাস্তবায়নের দক্ষতা ও কাজের মান নিয়ে সঙ্গত কারণেই অনেক প্রশ্ন উঠছে বলে জানান।
বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাকে নিয়ে অনেক সুন্দর কথা বলেছেন প্রদীপ এবং সাইফুজ্জামান। আমাকে অত প্রশংসা করতে হবে না। এতে লজ্জা লাগে, মাঝে মাঝে অস্বস্তিকর। ধন্যবাদ, আসুন, ভালো আছেন, এটুকু যথেষ্ট। ফুল-ফাল দেয়া কমেছে ইদানীং। আরও কমাব আমরা। গেলেই ফুল নিয়ে আসে, ক্রেস্ট দেয় এগুলো কমিয়ে আনা দরকার।’
এ সময় বিভিন্ন অনুষ্ঠানে প্রচলিত সঞ্চালন ধারার সমালোচনা করে সেগুলো বাদ দেয়ার কথা বলেন এম এ মান্নান।
তিনি বলেন, ‘স্ফুলিঙ্গ ২১ ফেব্রুয়ারি সামনে। তাদের (ভাষা শহীদ) স্মরণ করতে হবে। কিন্তু স্মরণ করে মাথা নোয়াবেন না, মাথা ভেঙে পড়ে যাবেন না। আমাদের বীর পুরুষদের সালাম দেব, ধন্যবাদ জানাব, তারপর কাজে চলে যাব। ওদিকে তাকিয়ে বন্দনাগীতি গেয়ে সারাবেলা নষ্ট করলে দিন নষ্ট হয়ে যাবে।’
আল-জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মাঝেমধ্যে ধূলিঝড় উঠে, এটা ক্ষণস্থায়ী। বাকি সময়টা পরিস্কার সব কিছুই দেখা যাবে। আমরা কাজ করে যাবো। তবে এসব ঝড় থেকে আমাদের সাবধান থাকতে হবে।’
২০২০-২১ অর্থবছরের নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত এ ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন আইএমইডির সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। বক্তব্য রাখেন- আইএমইডির অতিরিক্ত সচিব গাজী সাইফুজ্জামান এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে আহসানুল্লাহ।
সিলেট৭১নিউজ/টিআর