সিলেট৭১নিউজ ডেস্ক:: মহামারি করোনার কারণে গত বছর বিমানের যাত্রী পরিবহন ৬৬ শতাংশ কমেছে।
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ জানায়- সীমান্ত বন্ধ, ভ্রমণে নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আর ভ্রমণে আস্থা হারিয়ে ফেলায় ২০২০ সালে নাটকীয়ভাবে কমে গেছে যাত্রীদের বিমানে ভ্রমণ; যা ইতিহাসে সর্বোচ্চ।
এর মধ্যে ২০১৯ সালের চেয়ে সাড়ে ১০ শতাংশ কমেছে এয়ার কার্গো চলাচল, যা ১৯৯০ সালের পর সবচেয়ে বড় ধস।
নতুন করে করোনা সংক্রমণের কারণে ভ্যাকসিন বের হলেও এখনো স্বাভাবিক হয়নি পুরো বিশ্ব বিমান চলাচল। ২০২১ সালও এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির জন্য কঠিন বছর হবে বলে মনে করছেন আইএটিএর মহাপরিচালক আলেক্সান্ডার ডি জুনায়েক।
সিলেট৭১নিউজ/সময়/আবিদ