এসবিএন ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাইভেটকার দুর্ঘটনায় ২ পথচারী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিলোরোডে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. আরিফুল ইসলাম ড্রাইভিং শেখার জন্য প্রাইভেটকার চালক আবুল কালামকে নিয়ে সকালে বের হন। দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের প্রবেশ পথে আরিফুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে ধাক্কা দিয়ে একটি গাছের সঙ্গে গিয়ে গাড়িটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরও চারজন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে আতাউর রহমান (৫০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সুনামগঞ্জের ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক। তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত তিনজন হলেন- সেলিনা পারভিন, আরিফুল ইসলাম ও চালক আবুল কালাম আজাদ। আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, নিহতদের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।