সিলেট৭১নিউজ ডেস্ক:: ওষুধ কোম্পানি অস্ট্রাজেনেকার সঙ্গে বিরোধের জেরে করোনাভাইরাসের টিকা রপ্তানির নীতিমালা কঠোর করার হুশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এই ব্লকের ২৭টি দেশে যে পরিমাণ টিকা সরবরাহের কথা, তা কাটছাঁট করা নিয়ে শুরু হয়েছে এই দ্বন্দ্ব। বিবিসি এমন খবর দিয়েছে।
ইউরোপীয় হেলথ কমিশনার স্টেলা কিরিয়াকিডেস বলেন, নাগরিকদের সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেবে।
গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নকে অস্ট্রাজেনেকা বলেছে, উৎপাদন সমস্যার কারণে পর্যাপ্ত টিকা সরবরাহে তারা পিছিয়ে পড়েছে।
টিকাদান কর্মসূচির ধীরগতির কারণে সমালোচনার মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। মূলত সব সদস্য রাষ্ট্রের জন্য টিকা ক্রয় করছে এই ব্লকটি।
এই পরিস্থিতির জেরে যুক্তরাজ্যে ফাইজার-বায়োএনটেকের উৎপাদিত টিকার সরবরাহ বিঘ্নিত হতে পারে।
ফাইজার যুক্তরাষ্ট্রের ও বায়োএনটেক জার্মানির কোম্পানি। ফাইজারের বেলজিয়াম প্লান্ট যুক্তরাজ্যে টিকা সরবরাহ করছে।
টিকা সরবরাহকারীদের সঙ্গে তারা ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, মার্চের মধ্যে ইইউকে আট কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা।
সরবরাহে কী পরিমাণ ঘাটতি তৈরি হবে; তা নিয়ে কর্মকর্তারা প্রকাশ্যে মুখ না খুললেও ওই কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে সরবরাহ হ্রাস পেয়ে তিন কোটি ১০ লাখে দাঁড়াতে পারে।
সিলেট৭১নিউজ/যুগান্তর/আবিদ