সিলেটের জৈন্তাপুরে একটি ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ৩ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ তাদের হেফাজত থেকে ডাকাতির লুন্ঠিত মালামাল সহ নগদ টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ি জেলা সদরের ভবানীপুর গ্রামের মিলন মৃধা (৪০), একই জেলার গোয়ালন্দ থানার খানকানাপুর গ্রামের ইন্তাজ শেখের ছেলে ইমন শেখ (২২) এবং শেখর পাড়ার সাগর শেখের ছেলে ইমরান শেখ (৫০)।
পুলিশ জানায়, বুধবার রাত পৌনে ৩টায় জৈন্তাপুরের হরিপুরে হাইওয়ে ফিলিং স্টেশনে একদল ডাকাতদল হানা দেয়। এসময় স্টেশনের কর্মীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এরপর ওই ডাকাত দল চিকনাগুলের শাহপরান ফিলিং স্টেশনে ডাকাতি করতে হানা দেয়। এ সময় ফিলিং স্টেশনে থাকা কর্মীসহ স্থানীয়রা ডাকাতদের প্রতিরোধ করতে এগিয়ে আসে। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় ৩ ডাকাতকে গ্রেফতার করে। এ ঘটনায় হাইওয়ে ফিলিং স্টেশনের ক্যাশিয়ার জিয়াউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
জৈন্তাপুর থানার ওসি জানান, সংঘবদ্ধ ডাকাতদল পিকআপযোগে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে কয়েকদিন অবস্থান করে সুযোগ বুঝে রাস্তার পাশে থাকা ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ডাকাতি করে। সর্বশেষ জৈন্তাপুরে ডাকাতি করতে গিয়ে স্থানীয়দের সাহসী ভূমিকা ৩ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার হয়।