সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত যত্রতত্র গড়ে ওঠা অন্তত শতাধিক দোকানপাঠ উচ্ছেদ করা হয়। এ সময় জাফলং ট্যুরিস্ট পুলিশের এসআই মো. আলী ও এএসআই আবু সালেহসহ ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ইউএনও তাহমিলুর রহমান বলেন, পর্যটন কেন্দ্র জাফলংয়ের পরিবেশ সমুন্নত রাখতে এবং আগত পর্যটকদের নির্বিঘ্নে যাতায়াতের স্বার্থে অভিযান পরিচালনা করে সংগ্রাম বিজিবি ক্যাম্প এলাকা থেকে প্রায় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।