ডেস্ক:: জাতীয় পরিবেশ অধিদপ্তর সিলেট ও র্যাব ৯এর যৌথ অভিযানে সিলেটে ৬টি প্রতিষ্টানকে প্রায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ আইন অমান্য করে ব্যবসা পরিচালনার জন্য এসব প্রতিষ্টানকে জরিমানা করা হয়।
RAB জানায়, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিনব্যাপি সিলেটের কতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ আইন অমান্য করে ব্যবসা পরিচালনার অপরাধে মেসার্স এফ বি এফ ব্রিক্সকে ১ লক্ষ ৭০ হাজার টাকা, মেসার্স চায়না ব্রিক্সকে ২ লক্ষ টাকা, মোঃ কয়েস আহমেদ ২ লক্ষ টাকা, মেসার্স এম এইচ বি ব্রিক্স ২ লক্ষ টাকা, মেসার্স এ আর ২ লক্ষ টাকা, মেসার্স শাহপরান ব্রিক্স ২ লক্ষ টাকাসহ মোট ১১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইন RAB-9 এর মেজর মো. শওকাতুল মোনায়েম, এ্যাডিঃ এসপি বসু দত্ত চাকমা ও এএসপি ওবাইন।
RAB-9 এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্মাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।