এনটিভি’র ইউরোপের উপস্থাপক, যুক্তরাজ্য প্রবাসী, গীতিকবি, লেখক কুতুব আফতাব ইন্তেকাল করেছেন। ইন্না—-রাজিউন। ১২ জানুয়ারী মঙ্গলবার যুক্তরাজ্য সময় রাত ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি সদ্য করোনামুক্ত হয়েছিলেন।
কুতুব আফতাব হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা খনখাড়িপাড়া গ্রামের মৃত আফতাব মিয়া’র পুত্র।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যগুণিগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, কুতুব আফতাব যুক্তরাজ্য সময় রাত ১১টায় প্রবাস বাংলা অনলাইন টিভি লাইভ অনুষ্ঠানে নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনাকালিন সময়ে হৃদরোগে আক্রান্ত হন।
কুতুব আফতাবের বেশ কয়েকটি কাব্যগুলোর মধ্যে হচ্ছে, উড়তে দেয়না কষ্ঠের ধূলাবালি, ছোয়ে যায় যদি, ভাবনার জলযাত্রা, চন্দ্রবাতি রাতে কাব্য, খুজি তুমার র্স্পস, সময়ের জল ছায়াঘর, একজন রহিম বক্স লন্ডনী। এছাড়াও ২০২০সালের একুশে বই মেলায় ১২টি বই প্রকাশিত হয়।
এদিকে, গীতিকবি কুতুব আফতাবের ইন্তেকালে বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেল শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশকারীরা হলেন, সহ সভাপতি বাউল লাল মিয়া, বাউল রানু সরকার, বাউল আব্দুল মতিন, বাউল সিরাজ উদ্দিন,এম মুজিবুর রহমান, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাউল সূর্য লাল দাস,সহ সাধারণ সম্পাদক বাউল উদাসী মুজিব, এখলাছুর রহমান আজাদ, হাবিবুর রহমান হাবিব, অর্থ সম্পাদক, বাউল ইকরাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক,বশর বাউল সিলেট জেলা,বিরহী রাজু হবিগঞ্জ জেলা,শেখ জাহাঙ্গীর মৌলভীবাজার জেলা, বাউল হারুন মিয়া সুনামগঞ্জ জেলা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাউল ইনু সরকার, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাউল সিতন বাবু
প্রচার সম্পাদক, গীতিকার তছির আলী, সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক, শাহাবুল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক বাউল মিনারা বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদক বাউল শিউলি খন্দকার, সহ দপ্তর সম্পাদক, আব্দুল হাসিম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সৈলেন দাস, শফিক উদ্দিন,আলী আকবর, কার্যকরী সদস্য বাউল আলী নুর, বাউল জুয়েল আহমদ, বাউল ফজলু মিয়া ও
বাউল আব্দুল খালিক।
অপর এক বিবৃতিতে যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ গীতিকবি নবীন সিদ্দেক,
জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ইউকের সভাপতি শাহ ইয়াওর মিয়া, সাধারণ সম্পাদক , গীতিকার জুবায়ের আহমেদ হামজা, জগন্নাথপুর উপজেলা কালচারাল ফোরাম যুক্তরাজ্যের সভাপতি গীতিকার সৈয়দ দুলাল,সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল খায়ের বশর,উপদেষ্টা সিজিল খান,বিশিষ্ট সংগীত অনুরাগী নুরুল ইসলাম,জাহাঙ্গীর রানা,আফছার খান,আব্দুল মুকিত,রনক আহমদ,এম ডি মনোয়ার,মির্জা রুহুল আমিন,শাহ আলী হোসেন,নওশাদ আলাম