নিজেস্ব প্রতিবেদক:: সিলেট মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন ।
এই পূর্ণাঙ্গ কমিটিতে যায়গা মিলে নি সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিনের। তবে তাকে এবার আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে যারা রয়েছেন:
সভাপতি: মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ।
সাধারণ সম্পাদক: অধ্যাপক জাকির হোসেন।
সিনিয়র সহ-সভাপতি: এডভোকেট মফুর আলী।
সহ-সভাপতি: জিএম জেড কয়েস গাজী, ফয়জুর রহমান আলোয়ার,আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আবদুল খালিক, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, প্রদীপ ভট্টাচার্য্য, মো. ছানাওর, হেলাল বক্স, জগদীশ চন্দ্র দাশ।
যুগ্ম সাধারণ সম্পাদক: আজাদুর রহমান আজাদ,এটিএম হাসান জেবুল, বিধান কুমার সাহা।
আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট বেলাল উদ্দিন ।
কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক: তপন মিত্র ।
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন ।
ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক: মখলিছুর রহমান কামরান ।
দফতর সম্পাদক: খন্দকার মহসিন কামরান ।
ধর্ম বিষয়ক সম্পাদক: নাজমুল ইসলাম এহিয়া ।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আবদুর রহমান জামিল ।
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আজহার উদ্দিন জাহাঙ্গীর ।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মহি উদ্দিন লোকমান ।
মহিলা বিষয়ক সম্পাদক: আসমা আহমদ (সাবেক কাউন্সিলর)
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: মো. জোবের খান ।
যুব ও ক্রীড়া সম্পাদক: সেলিম আহমদ সেলিম ।
শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক: ইলিয়াছুর রহমান ইলিয়াছ ।
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: প্রদীপ পুরকায়স্থ ।
শ্রম সম্পাদক: আজিজুল হক মঞ্জু ।
সাংস্কৃতিক সম্পাদক: রজত কান্তি গুপ্ত ।
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক: ডা. মো. হোসেন রবিন।
সাংগঠনিক সম্পাদক: এডভোকেট সৈয়দ শামীম আহমদ, এডভোকেট সালেহ আহমদ সেলিম ও ডা. আরমান আহমদ শিপলু।
উপ-দফতর সম্পাদক: অমিতাভ চক্রবর্তী রণি ।
উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: শোয়েব আহমদ ।
কোষাধ্যক্ষ: লায়েক আহমদ চৌধুরী।
সদস্যরা হলেন:: ড. এ কে আবদুল মোমেন এমপি, আজম খান (কাউন্সিলর), এস এম আবজাদ হোসেন আমজাদ, দিবাকর ধর রাম, আবদুল আহাদ চৌধুরী মিরণ, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, এডভোকেট কিশোর কুমার কর, মো. আবদুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, শান্তনু দত্ত সন্তু, আজম খান (মজুমদারী), মো. শাহজাহান, মোক্তার খান, এড. জাহিদ সরওয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দে, সাব্বীর খান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, তাহমিন আহমদ, রোকসানা পারভিন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জাফর আহমদ চৌধুরী, লিপন বক্স (কাউন্সিলর), জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, মহসিন চৌধুরী, ইঞ্জি. আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম সুপা, এড. তারান্নুম চৌধুরী, জুমাদিন আহমদ, রকিবুল ইসলাম ঝলক (কাউন্সিলর), মাহফুজ চৌধুরী জয় ও ইলিয়াছ আহমদ জুয়েল।
সিলেট৭১নিউজ/আবিদ/০৮-০১-২০২১