সিলেট৭১নিউজ ডেস্ক::ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুট্টি গ্রামে ওমর মাতুব্বারের সঙ্গে প্রতিপক্ষ এস্কেন্দার মাতুব্বারেরে আধিপত্য বিস্তারকে নিয়ে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছে।
এই বিরোধের জের ধরে ওমর মাতুব্বারের সমর্থকদের সঙ্গে এস্কেন্দার মাতুব্বারের সমর্থকদের মধ্যে আজ বৃহস্পতিবার সকালে সংঘর্ষের সৃষ্টি হয়।সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত চলে এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া।
এ সময় জুবায়ের মাতুব্বারের বিল্ডিংসহ কয়েকটি বাড়ি ভাংচুর করে। এতে উভয় দলের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।
আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে মাইকিং করে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এতেও সংঘর্ষকারীরা ছত্রভঙ্গ হয়নি। পরে শর্টগানের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সিলেট৭১নিউজ/আর টিভি/আবিদ