সিলেট৭১নিউজ ডেস্ক:: আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ইবোলার ভাইরাসের আবিষ্কারকর্তা প্রফেসর জ্য জ্যাক মুয়েবে তামফুন।
অধ্যাপক টামফুন এক আন্তর্জাতিক সংবাদমাধ্য়মে জানিয়েছেন, ‘আফ্রিকার রেইন ফরেস্টে একটি ভাইরাস তৈরি হচ্ছে। ওই ভাইরাস ছড়াতে পারে পশু-পাখি থেকে মানুষের মধ্যে এবং তা মহামারির আকার নিতে পারে।’
এই ভাইরাসকে বলা হচ্ছে ‘ডিজিস এক্স’।
তিনি আরও জানিয়েছেন, ইয়ালো ফিভার, ইনফ্লুয়েঞ্জার মতো রোগও পতঙ্গ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। ফলে সাবধানে থাকতে হবে।মারাত্মক এই ডিজিস এক্স কি করোনাভাইরাসকে থেকেও বেশি প্রাণঘাতী হতে পারে? টামফুন বলেন, ‘একদমই তাই। আমি সে রকমটাই মনে করি।’প্রসঙ্গত, এই রোগে আক্রান্তের দেহে প্রবল জ্বর, রক্তক্ষরণের মতো উপসর্গ ধরা পড়ছে।
বিশ্বের বহু বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নতুন এই রোগটি নিয়ে সতর্ক করেছে। বিশেষজ্ঞদের দাবি, এই রোগটি ছড়িয়ে পড়তে পারে অত্যন্ত দ্রুত। এর মারণ ক্ষমতা প্রায় ইবোলার মতোই ৫০-৭০ শতাংশ।
হু জানিয়েছে, রোগটি যদি ছড়িয়ে পড়ে তাহলে গোটা বিশ্বে তা মহামারি আকার নিতে পারে। অধ্যাপক টামফুনের আশঙ্কা, আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে নিত্য নতুন জীবাণুর দেখা মিলতে পারে। এটাই মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর।
সিলেট৭১নিউজ/আবিদ/০৬-০১-২০২১