সিলেট৭১নিউজ ডেস্ক::দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল ব্র্যান্ড হুন্দাই মোটরসের গাড়ি তৈরি হবে বাংলাদেশেই।
সেজন্য গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ছয় একর জমি বরাদ্দ পেতে মঙ্গলবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশে হুন্দাই মোটরসের পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেড।
প্রাথমিকভাবে ওই কারখানায় হুন্দাইয়ের সাম্প্রতিক মডেলের জনপ্রিয় সেডান, এসইউভি এবং এমপিভি মডেলগুলো সংযোজন এবং পরে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে ফেয়ার টেকনোলজির।তারা আশা করছে, আগামী বছর জুনের মধ্যেই বাংলাদেশে সংযোজিত হুন্দাই গাড়ি বাজারজাত করা সম্ভব হবে।
মঙ্গলবার ঢাকার হোটেল ওয়েস্টিনে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং ফেয়ার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হুন্দাইয়ের কারখানা স্থাপনের বিষয়টিকে বাংলাদেশের জন্য একটি ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করেন।তিনি বলেন, “হুন্দাইয়ের মত বিশ্বখ্যাত গাড়ি বাংলাদেশে নিমার্ণ শুরু হলে বিশ্বের কাছে যেমন বাংলাদেশের মর্যাদা অনেক বৃদ্ধি পাবে, তেমনি আমি বিশ্বাস করি, এই কারখানা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
১০ কোটি ডলার বিনিয়োগে হুন্দাই মোটরসের গাড়ি তৈরির কারখানা শুরু হলেও আগামীতে এর পরিসর বাড়বে এবং ২০২৫ সালের পর বাংলাদেশে তৈরি হুন্দাই গাড়ি রপ্তানিও করা যাবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
ফেয়ার টেকনোলজির এমডি রুহুল আলম আল মাহবুব বলেন, “প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নে ফেয়ার টেকনোলজি বাংলাদেশে হুন্দাই গাড়ি তৈরি করবে। হুন্দাইয়ের প্রযুক্তি এবং দক্ষতা ব্যবহার করে আমরা নিশ্চিত করব, যেন বিশ্বমানের গাড়ি বাংলাদেশের গ্রাহকরা সাশ্রয়ী মূল্যের মধ্যে উপভোগ করতে পারেন।”
হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, “হুন্দাই এর মত বিশ্বখ্যাত গাড়ি হাইটেক পার্কে তৈরি হলে তা যেমন বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করবে, তেমনি যোগাযোগ ও প্রযুক্তি শিল্পে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
২০২১ এর শেষে ট্রায়াল প্রোডাকশন এবং আগামী বছরের মাঝামাঝি সময়ে দেশে তৈরি হু্ন্দাই গাড়ি বাজারে ছাড়ার আশা প্রকাশ করেন ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন।তিনি বলেন, বাংলাদেশের অটোমোবাইল গ্রাহকদেরকে সম্পূর্ণ নতুন গাড়ি এবং মানসম্পন্ন বিক্রয়োত্তর সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে ফেয়ার টেকনোলজির নিজস্ব অর্থায়নে ও হুন্দাই মোটর কোম্পানির কারিগরি সহায়তায় গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৬ একর জমির উপর গড়ে উঠবে হুন্দাই গাড়ি উৎপাদনকারী কারখানা।
আগামীতে মোটর গাড়ির ইঞ্জিন তৈরির পরিকল্পনার কথা জানিয়ে মেজবাহ উদ্দিন বলেন, শুরুতে থ্রি স্টেজ পেইন্টিং এবং টায়ার ও যন্ত্রপাতি স্থানীয় মার্কেট থেকে সংগ্রহ করা হবে। এ কারখানায় ৫০০ দক্ষ প্রকৌশলী নিয়ে কাজ শুরু করা হবে এবং আগামীতে এখানে আরো কর্মসংস্থান হবে।
অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং-কুন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, ফেয়ার টেকনোলজির পরিচালক মুতাসিম দাইয়ান, ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফেয়ার টেকনোলজি লিমিটেড ফেয়ার গ্রুপের অটোমোবাইল ব্যাবসার অঙ্গপ্রতিষ্ঠান। ফেয়ার গ্রুপ বাংলাদেশে স্যামসাং স্মার্টফোন এবং কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে। এছাড়া সারা দেশে নিজস্ব রিটেইল, এন্টারপ্রাইজ, বিক্রয়োত্তর সেবা, ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ব্যবসা রয়েছে তাদেরভ।
সিলেট৭১নিউজ/বিডি২৪/আবিদ/০৫-০১-২০২১