সিলেট৭১নিউজ ডেস্ক:: এবার বান্দরবানে ভোটার তালিকায় রোহিঙ্গাদের যোগ করার ঘটনা ঘটেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তিরতে জড়িত থাকার অভিযোগে কথিত মা-বাবা ও দালালসহ ৩৩ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর মোঃ ছালেহ। গতকাল রবিবার (৩ জানুয়ারি) ও আজ সোমবার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু এলাকার বাসিন্দা মহিউদ্দিন চৌধুরী (২৮), ক্যাম্প পাড়ার আবছার কামাল (৪২), রেজু আমতলী পাড়ার হামিদ হোছেন (২৭), রেজু আমতলী পাড়ার মোহাম্মদ রশিদ (২৬), রেজু আমতলী পাড়ার নুর আলম (২৫) ও আলী হোছন (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন।
তিনি জানান, মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হওয়া ও রোহিঙ্গাদের সহযোগিতার অভিযোগে কথিত মা-বাবা পরিচয়দানকারী ব্যক্তি ও দালাল চক্রসহ ৩৩ জনের নামে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ নামে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ দণ্ডবিধির ৪২০/৩৪ ধারা, ডিজিটাল নিরাপত্তা আইন, ভোটার তালিকা আইন ও জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ধারায় গত ৩১ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, পরে পুলিশ ঘটনায় জড়িত ছয় আসামিকে গ্রেফতার করে। মামলায় অভিযুক্ত অন্য আসামিদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট৭১নিউজ/বিডি প্রতিদিন/টিআর