এসবিএন নিউজ, ষ্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকায় ভোট চেয়ে বক্তব্য শেষ করলেন । আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি সবার কাছে নৌকায় ভোট দেওয়ার অঙ্গীকার নেন।
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, যারা পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের কোনো ক্ষমা নেই। যেখানে যেখানে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে সেখানে মামলা হয়েছে। সবার বিচার হবে।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা হানাদার বাহিনীর পক্ষে ছিল। তাদের বিচার আমরা শুরু করেছি। এদের মধ্যে অনেকেরই বিচার হয়েছে।’ তিনি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখল করে জেনারেল জিয়া সেই বিচার বন্ধ করেছিলেন। আমরা সেই বিচার শুরু করেছি। সেই বিচার অব্যাহত থাকবে, বাংলাদেশ কলুষমুক্ত হবে।’
সরকার প্রধান আরো বলেন, ‘একদিকে যেমন আমরা বিচারকার্য চালাচ্ছি, অন্যদিকে, উন্নয়ন কার্যক্রম করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে। তখনই উন্নয়ন হয়েছে। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের উপহার দিয়ে গেলাম।’ এরপর বেশ কিছু উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আমরা দেড় কোটি মানুষের চাকরির ব্যবস্থা করে দিয়েছি। বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। তা ছাড়া আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছি। এ দেশের কোনো মানুষ যাতে কষ্ট না পায়, ভিজিএফের মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছি। তা ছাড়া আট হাজার পোস্ট অফিস ডিজিটাল করার কাজ চলছে। সেখানেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’