এফআইভিডিবি’র উদ্যোগে হারভেস্ট প্লাস এর অর্থায়নে ছাতক উপজেলার উপসহকারী কৃষি অফিসারদের ‘‘কর্মদক্ষতা বৃদ্ধি বিষয়ক’’ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ছাতক কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হারভেস্ট প্লাস বাংলাদেশের এআরডিও কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।
কর্মশালায় উপস্থিত ছিলেন এফআইভিডিবি’র প্রজেক্ট অফিসার সৈয়দ রাকিব, মোঃ সাইফুল ইসলাম, এসএম মঈনুদ্দিন খাজা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপসহকারী কৃষি অফিসারদের কৃষি বিষয়ক দক্ষতা অর্জন সহ জিংক সমৃদ্ধ ধান ব্যাপক ভাবে চাষের উদ্দেশ্যে কৃষকদের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে আলোচনা করা হয়।