Please Share This Post in Your Social Media
নিউজ ডেস্ক:: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের উচ্চ সংক্রামক ধরন শনাক্ত হয়েছে। দেশটিতে এই প্রথম করোনার নতুন ধরনে সংক্রমিত কোনো রোগী শনাক্ত হলো। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে এক ব্যক্তির দেহে করোনার এই নতুন ধরন শনাক্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনাক্ত হওয়া রোগী একজন পুরুষ। তাঁর বয়স প্রায় ২০। তাঁর সাম্প্রতিক ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাঁকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে।
অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, করোনার নতুন ধরনে সংক্রমিত রোগীর সান্নিধ্যে কারা কারা এসেছিলেন, তাঁদের শনাক্তে তাঁরা কাজ করছেন। এ ছাড়া আরও কেউ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন কি না, তা তাঁরা যাচাই করে দেখছেন।
করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। দেশটি প্রায় সপ্তাহ দুয়েক আগে করোনার নতুন স্ট্রেইনের সংক্রমণের তথ্য জানায়। যুক্তরাজ্যের বাইরে বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে করোনার নতুন ধরন ছড়িয়েছে।
করোনার নতুন ধরন আগের ধরনের তুলনায় দ্রুত ও বেশি ছড়ায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, করোনার আগের ধরনের তুলনায় নতুন ধরনের ছড়ানোর ক্ষমতা ৭০ শতাংশ বেশি।
যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার জেরে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ–নিষেধাজ্ঞা দেয়।
মার্কিন শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিসহ দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিলেন, করোনার নতুন ধরনটি ইতিমধ্যে হয়তো আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে এসে গেছে। এবার তাঁদের আশঙ্কাই সত্যি হলো।
করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় দুই কোটি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনার দুটি টিকা দেওয়া হচ্ছে।
Related