এসবিএন নিউজ, ষ্টাফ রিপোর্টার: ২০১৫ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফেইসবুক অ্যাক্টিভিষ্ট ফোরাম মীরপুর জগন্নাথপুর। মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
ফেইসবুক অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে জগন্নাথপুর মীরপুর হাই স্কুল এর পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার হরমুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোঃ হরমুজ আলী।
ফেইসবুক অ্যাক্টিভিস্ট ফোরামের আহবায়ক ফয়ছল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও সাবেক শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব ও ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইকবাল হোসেন আনা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মীরপুর হাই স্কুল এর প্রধান শিক্ষক আমীর হামজা, সিলেট সেন্ট্রাল কলেজের পরিচালক এম এম সোহেল, হলিয়ার পাড়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মোজাক্কির হোসেন, শ্রীরামসি মডেল স্কুলের প্রধান শিক্ষক এম এ মালেক, ক্রীড়াবিদ জহুর মিয়া, তরুণ সমাজকর্মী জোবেদ আলী লখন।
উপস্থিত ছিলেন, মীরপুর হাই স্কুলের শিক্ষক আব্দুল আহাদ মিয়া, মাহমুদুল হাসান, মকবুল হোসেন, ফেইসবুক অ্যাক্টিভিষ্ট ফোরামের সদস্য জয়নাল আবেদিন, ইব্রাহিম আহমদ, লিতু খান, শামসুজ্জামান শামিম, বিলাল আহমদ, জাকির হোসেন, সুলতান মাহমুদ, জীবন আহমদ, সুলতান মিয়া, ছাব্বির মিয়া, শিবলু মিয়া, জাহিদ হাসান, হিরা মিয়া, শাহেদ আবেদিন, আব্দুল গনি সোহাগ, আহবাবুর রহমান সেলিম।
স্বাগত বক্তব্য রাখেন সাজু আহমদ। সংবর্ধিত ছাত্র/ছাত্রীদের মধ্যে থেকে সৈয়দ সালমান আহমদ ও সুমাইয়া আক্তার (শিমু) তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাফিজ তাজ উদ্দিন বাবুল।
নেতৃবৃন্দ বলেন- বর্তমান যুগ তথ্য প্রযুক্তির প্রসারের যুগ। তথ্য প্রযুক্তির বিকাশের এ যুগে আমাদের তরুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে প্রযুক্তি নির্ভর শিক্ষার দিকে এগিয়ে নিতে হবে।