নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট উপেজলার পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল গুচ্ছগ্রাম সীমান্তবর্তী এলাকায় দীর্ঘ দিন থেকে চাঁদাবাজি করে আসছে একটি মহল।
এই মহলের নাম বাংলাদেশ গোয়েন্দো সংস্থার কাছে রয়েছে বলে জানা গেছে। কিন্তু কিছুতেই এদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না।এই চাঁদাবাজদের তালিকায় রয়েছেন নাজিম উদ্দিন, সৈয়দ মুনসুর আহমেদ ,জাহিদ মিয়াসহ কয়েকজন।
তারা সুযোগ বুঝে সাধারণ মানুষের ও প্রশাসনের কাছে নিজেদের আওয়ামীলীগ নেতা ও মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের লোক দাবি করে চাঁদাবাজি করে আসছে।
জানা গেছে, উপজেলার তামাবিল সোনাটিলা ও গুচ্ছ গ্রাম সীমান্তবর্তী এলাকা দিয়ে রাত এবং দিনের বেলায় দেশীয় সম্পদ ভারতে পাচার করার সময় বাধা হয়ে দাঁড়ান স্থানীয় সচেতন নাগরীকরা।
উপজেলার শান্তিনগর গ্রামের হায়দার আলীর ছেলে সুজন আহমেদ সহ স্থানীয়দের দাবি ভারত থেকে বিভিন্ন ধরনের মরণব্যাধি মাদকদ্রব্য দেশে প্রবেশ করায় সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান তারা।
এই প্রতিবাদ তাদের জন্য কাল হয়ে দাড়ায় , সন্ত্রাসী ও স্থানীয় চাঁদাবাজ নাজিম উদ্দিন, সৈয়দ মুনসুর আহমেদ ও মোঃ জাহিদ মিয়া সহ স্থানীয় কিছু চাঁদাবাজদের সাথে নিয়ে গতকাল ৮ ডিসেম্বর সোমবার রাত ৮ টার সময় সুজন মিয়া সহ আরো কয়েকজনের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার ঘটনায় আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়। আহতরা জানান, চাঁদাবাজরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তামাবিল সোনাটিলা এলাকায় সন্ত্রাসীরা এই হামলা চালিয়ে সুজনকে সহ আরো কয়েকজন কে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী নাজিম উদ্দিন ও মুনসুর আহমেদ, জাহিদ মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় আজ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।