November 25, 2024, 12:22 am

সংবাদ শিরোনাম :
সেইলরের নতুন পূজা কালেকশন সেজে উঠুন আপনিও রুদ্র নিহতের ঘটনায় সিলেটে মামলা, আসামি ৩ শতাধিক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের পরিচয় আসাদুজ্জামান ও ওবায়দুল কাদেরর নিষেধাজ্ঞা দিতে আহ্বান মার্কিন কংগ্রেসের ৬ সদস্যের নোবেলজয়ী থেকে সরকার প্রধান কে এই ড. ইউনূসের বড়লেখাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক সাইদুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রবাস খাঁদে”পুলিশেরে সাহসী ভূমিকায় বেঁচে গেল ১১ টি প্রান” সিলেটে কমছে বন্যার পানি, বর্ষায় বাড়ছে রোগবালাই আগামীকাল সিলেট ফিরছেন মেয়র আনোয়ারুজ্জামান বাজেটে বাড়ছে বিড়ি-সিগারেটের দাম প্রধানমন্ত্রী পদে মোদীকে সমর্থন নাইডু ও নীতিশের হুয়াওয়ের ‘উইমেন ইন টেক’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা সিলেটে অবৈধভাবে আসা ২ কোটি টাকার ভারতীয় চিনি জব্দ সিলেট মহানগর যুবলীগের ৪ নং ওয়ার্ড কমিটি গঠন”সভাপতি পদে শাকিল নির্বাচিত চোরাচালান লাইনম্যান রুবেল আহমদ বেপরোয়া জমির ধান নষ্ট করে দিলো প্রতিপক্ষ: দিশেহারা কৃষক সিলেটে ইট ভাটা নিয়ে নজিরবিহীন কেঙ্ককারী বিশ্ব গাজায় হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে, বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না : প্রধানমন্ত্রী সুজানগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের কমিটি গঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাওলানা লুৎফুর রহমানের মৃত্যু ”গুজব সংবাদ ফেসবুকে” বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে হবে সচিবদের :প্রধানমন্ত্রীর সিলেটে বিজয় দিবসে গানের অনুষ্ঠানে সংঘর্ষ:নিহত-১ বইমেলা বাঙালি জাতিসত্তা দাঁড় করাতে সহায়ক : কবি নুরুল হুদা বন্ধুকে বিদেশ পাঠানোর সহযোগীতায় বন্ধু খুন দুর্নীতি-অনিয়ম র অভিযোগে ডৌবাড়ী প্রবাসী কল্যাণ ট্রাস্টের ৪ সদস্য বহিষ্কারের অভিযোগ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোয়াইনঘাটের শীর্ষ কুখ্যাত চোরাকারবারী কালা মিয়া
নতুন দিন শুরু করতে দরকার সকাল বেলার আমল

নতুন দিন শুরু করতে দরকার সকাল বেলার আমল

Please Share This Post in Your Social Media

সিলেট৭১নিউজ ডেস্ক::সকালবেলার সময়টা আল্লাহর কাছে এতই পছন্দনীয় যে তিনি এ সময়ের শপথ নিয়েছেন। তিনি বলেন, ‘শপথ প্রভাতকালের, যখন তা আলোকোজ্জ্বল হয়। অবশ্যই এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম।’ (সুরা : মুদ্দাসিসর, আয়াত : ৩৩-৩৫)

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সকাল বেলায় একটি দোয়া করতেন। দোয়াটি হলো,

اللهم اجعل اول هذا النهارصلاحأواوسطه فلا حأ وأخره نجاحأ

উচ্চারণ: আল্লাহুম্মাজ্আল আওয়ালা হাযান নাহারা সলাহান, ওয়া আউসাতাহু ফালাহান, ওয়া আখিরাহু নাজাহান।

অর্থ: ‘হে আল্লাহ! এই দিনের শুরু অংশে আমাকে কল্যাণ কাজের ফয়সালা করুন, (অর্থাৎ এই দিনটি যেন কোনো নেক আমল ও কল্যাণকর কাজের মাধ্যমে শুরু হয় এবং এই দিনের শুরু অংশে আমাকে কল্যাণ দান করুন) হে আল্লাহ! এই দিনের মধ্য অংশে আমার জন্য সাফল্য ও কামিয়াবির ফয়সালা করুন। এবং দিনের শেষ অংশে ও আমার জন্য মঙ্গল নিহিত রাখুন।’

দিন শুরু হোক ভালো কাজের মাধ্যমে

এই দোয়ার মধ্যে রাসূল করিম (সা.) দিনকে তিনটি অংশে ভাগ করে দিয়েছেন, তিনি প্রথম অংশ সম্পর্কে বলেছেন, হে আল্লাহ দিনের শুরু অংশে আমাকে সৎ ও নেক কাজ করার তাওফিক করুন, এই প্রার্থনার মাধ্যমে তিনি উম্মতকে এই শিক্ষা দিয়েছেন যে, যদি তোমরা উত্তম রূপে দিন অতিবাহিত করতে চাও, এবং ভালো ফল লাভ করতে চাও তাহলে দিনের প্রথম ভাগেই ভাল কাজের প্রার্থনা ও করুন।

হে আল্লাহ আমাকে তাওফিক দিন, আমি যেন দিনের প্রথম অংশ থেকেই নিজেকে নেক কাজে নিয়োজিত রাখতে পারি, কারণ দিনের প্রথম অংশ যার নেক কাজের মাধ্যমে শুরু হবে, আশা করা যায় তার সার দিন ভাল ভাবেই কাটবে।

সকালে উঠে এই কাজ কর

এ কারণেই ভোরে বিছানা ছাড়ার পর প্রথম কাজ হলো ফজরের নামাজ আদায় করা, এটি আল্লাহ তায়ালার নির্দেশ এবং ফরজ বিধান। আল্লাহ তায়ালা বলেন, এরপর যখন সূর্য উঠবে, চারদিক ফর্সা হয়ে যাবে তখন দুই রাকাত এশরাক নামাজ আদায় করবে, এটি অবশ্য ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুয়াক্কাদাও না, বরং নফল।

তবে এই নফল নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে বলেছেন, ‘হে আদম সন্তান, দিনের শুরুতে তুমি আমার জন্য দুই রাকাত সালাত আদায় কর, আমি তোমার জন্য দিনের শেষ ভাগ পর্যন্ত সাহায্যকারী হয়ে থাকব।’ (আবু দাউদ, আহমদ, দারেমী)

এ কারণেই রাসূল আকরাম (সা.) উল্লিখিত দোয়ায় বলেছেন, ‘হে আল্লাহ নেক আমলের মাধ্যমে আমাকে দিনের সূচনা করার তাওফিক দান করুন, যাতে সারাদিন আপনার নুসরত ও নিরাপত্তার মধ্যে থাকতে পারি।’ দিনের শুরুতে আল্লাহর প্রতি নিবিষ্ট হও

এই দোয়ার মাধ্যমে রাসূল আকরাম (সা.) উম্মতকে দিনের প্রথম অংশ থেকে আল্লাহ তায়ালার প্রতি নিবিষ্ট হতে উৎসাহিত করেছেন, কেননা ফজর নামাজ তো অবশ্য পড়বে, তারপরও কয়েক রাকাত এশরাকও আদায় করে নাও। কিছুক্ষণ কোরআন শরিফ তেলাওয়াত কর, কিছুক্ষণ জিকির আজকার কর, তাসবিহ-তাহলিল পড়, দোয়া-মুনাজাত কর, আল্লাহ তায়ালার জিকির যে কোনো সময়ই ফজিলতপূর্ণ, তবে সকালের জিকিরের রয়েছে আল্লাহর দরবারে বিশেষ মর্যাদা।

সকালবেলা নতুন জীবন লাভ

ডা. আবদুল হাই (রহ.) বলেছেন, আল্লাহ তায়ালা সকালের সময়টাকে এমন করে বানিয়েছেন যে, এই সময় পৃথিবীর সকল বস্তুর মাঝে নতুন প্রাণ সঞ্চার হয়, ঘুমিয়ে থাকা লোকজন জেগে উঠে, ফুলের কলি পাপড়ি মেলে, পাখিরা জেগে উঠে তাসবিহ জপে, আল্লাহর জিকির করে। এটি নতুন জীবন সঞ্চারের সময়, নতুন জীবন দানের এই শুভ সময়ে যদি আল্লাহ তায়ালার জিকিরে নিমগ্ন থাকা যায়, তা হলে তোমদের অন্তরে আল্লাহর প্রতি নিবিষ্টতার নুর সৃষ্টি হবে, এই নুর অন্য সময়ে জিকির করলে হাসিল হবে না কখনোই।

একটা সময় এমন ছিলো যখন ফজরের ওয়াক্তে কোনো মুসলিম প্রধান এলাকা দিয়ে হেঁটে গেলে ঘর থেকে কোরআন শরিফ তেলাওয়াতের সুরেলা আওয়াজ ভেসে আসতো। এক সময় যখন সকালবেলা আমাদের পাশে সবার ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ উচ্চারিত হতো, যার ফলে তখন সকলের মাঝে অনুভূত হতো এক অপার্থিব সৌহার্দ্য কিন্তু আফসোস মুসলমানদের ঘর থেকে এখন কোরআন তেলাওয়াতের পরিবর্তে ভেসে আসে গান-বাদ্যের ঝংকার, অশিক্ষিত হোক শিক্ষিত কিংবা সাধারণ মুসলমান সকলের।

সকালবেলা আমাদের অবস্থা

উর্দু কবি মজিদ লাহোরি দৈনিক জঙ্গে ব্যঙ্গাত্মক কবিতা লিখতেন। তিনি সমসাময়িক প্রেক্ষাপট কবিতায় ফুটিয়ে তুলতেন। তিনি লিখেছেন, আগের দিনের লোকেরা জাগত খুব সকালে, সবাই জেগে মগ্ন হত কোরআন পঠনে আজকালের ছেলেরা নয়টা বাজে ওঠে, এভাবে তাদের দিনের শুরুটাই হয় গান আর গুনাহর মধ্য দিয়ে, কিংবা অনর্থক কাজের মাধ্যমে। আল্লাহ তায়ালার সঙ্গে সম্পর্কহীন থাকলে সারা দিনের কাজকর্মে নুর আসবে কোথায় থেকে?

আল্লাহ তায়ালা সকাল বেলাকে বানিয়েছেন অত্যন্ত বরকতপূর্ণ ও জ্যোতির্ময়। এই সময়টা যদি কেউ আল্লাহর জিকির তেলাওয়াত ও তাসবিহের মধ্য দিয়ে কাটিয়ে দিতে পারে তা হলে ইনশাআল্লাহ সকল কাজেই তার নুর হাসিল হবে।

সকালবেলায় রয়েছে বরকত

এক হাদিসে নবী করিম (সা.) ইরশাদ করেন, আল্লাহ তায়ালা আমার উম্মতের জন্য সকালবেলায় বরকত নিহিত রেখেছেন। হাদিসটি শধু জিকির ও ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ না, রাসূল করিম (সা.) একজন ব্যবসায়ী সাহাবিকে সম্বোধন করে হাদিসটি বলেছিলেন।

তিনি সেই সাহাবিকে এও বলেছিলেন যে, তুমি সকালে সকালে ব্যবসার উদ্দেশে বেরিয়ে যাবে, পরবর্তী সময়ে সেই সাহাবি বলেছিলেন, হজরত রাসূল (সা.) এর এই নির্দেশনা শোনার পর থেকে আমি এর ওপর আমল শুরু করলাম, এবং বেশ সকালেই ব্যবসা আরম্ভ করতে লাগলাম, এর ফলে আল্লাহ তায়ালা আমাকে এত অর্থ বিত্ত দিলেন, লোকজন আমাকে নিয়ে ঈর্ষা করতে থাকল।

ব্যবসায় মন্দা কেন হবে না

আমাদের দেশে এখন সবকিছু উল্টো চলছে। দিনের এগারোটা পর্যন্ত বাজার মার্কেট বন্ধ থাকে। এগারোটার পর বেচা-বিক্রি শুরু হয়। এগারোটা মানে দুপুর, দিনের এক প্রহর অর্থহীন কাজ, ঘুম আর গাফলতের মাঝেই কেটে যায়। গুনাহ ও গর্হিত কাজেই আধা বেলা চলে যায়। এরপরও সবার মুখে একই কথা শোনা যায় যে, ব্যবসায় মন্দা যাচ্ছে, ঠিক মতো কিছুই চলছে না।

কিন্তু কেউ একথা ভাবছে না যে, যেই মহান সত্তার কুদরতি কবজায় ব্যবসার উত্থান-পতন, আমরা তার সঙ্গে সুসম্পর্ক কতটুকু সম্পর্ক স্থাপন করতে পেরেছি। অথচ ব্যবসার উন্নতি লাভের সহজ পদ্ধতি হলো, যার কবজায় দুনিয়ার সকল কিছুর নিয়ন্ত্রণ তার সঙ্গে সুসম্পর্ক তৈরি কর। তার অনুসরণ কর, তার দেয়া বরকত গ্রহণ কর। প্রতিনিয়ত তার সঙ্গে সম্পর্ক বিনষ্ট করছ, আর বলে বেড়াচ্ছ যে, ব্যবসায় মন্দা যাচ্ছে, ব্যবসায় মন্দা যাচ্ছে।

এই হলো সাফল্যের চাবিকাঠি

এ কারণেই রাসূলে মাকবুল (সা.) এই প্রার্থনা করেছেন যে, আয় আল্লাহ আমার জন্য দিনের শুরু ভাগকে মঙ্গলজনক বানিয়ে দিন, অর্থাৎ আমাকে নেক আমল করার তাওফিক দান করুন।

নবী করিম (সা.) উল্লিখিত শব্দমালার মাধ্যমে দোয়া করেছেন আর উম্মতকে এই শিক্ষা ও দিয়েছেন যে, আয় উম্মাতি যদি সাফল্য চাও, কল্যাণ তালাশ কর, তবে দিনের প্রথম অংশকে সুন্দর বানাও।

দিনের মধ্য ও শেষ ভাগের দোয়া

আলোচ্য দোয়ার পরবর্তী অংশে রাসূল (সা.) বলেছেন, হে আল্লাহ পাক দিনের মধ্য ভাগকে আমার জন্য মঙ্গলময় করুন, অর্থাৎ আমার জন্য মঙ্গল জনক হয়, দিনের মধ্যভাগে আমাকে এমন কাজ করার তাওফিক দিন। হে আল্লাহ দিনের শেষ ভাগকে আমার জন্য সাফল্যমণ্ডিত করুন।

অর্থাৎ দিনের সকল চেষ্টা মেহনতের পর সন্ধ্যাবেলায় যখন ঘরে প্রবেশ করবো, তখন যেন আমি পরিপূর্ণ সাফল্যমণ্ডিত হয়ে প্রশান্ত চিত্তে ঘরে ফিরতে পারি এবং দিন শেষে যেন বলতে পারি, আজকের দিনের প্রতিটি মুহূর্ত আমি যথাস্থানে ব্যয় করেছি এবং সঠিক ফল লাভ করেছি

 

সিলেট৭১নিউজ/টিআর





Calendar

November 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  



  1. © সর্বস্বত্ব সংরক্ষিত © 2017 sylhet71news.com
Design BY Sylhet Hosting
sylhet71newsbd