সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনার মামলায় দুই মাসেরও বেশি সময় পর চার্জশিট প্রদান করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) এই চার্জশিট পুলিশ প্রসিকিউশনে জমা দিয়েছে পরে আদালতে দাখিল করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।
এদিকে, চার্জশিট দাখিলের প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংও করা হবে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যারাতে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই তরুণী (২৫)। করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা ছাত্রাবাসে জোরপূর্বক ওই তরুণী ও তার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হয় তরুণীকে। ওই রাতেই তরুণীর স্বামী বাদী হয়ে ৬ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে নগরীর শাহপরান থানায় মামলা করেন। এ নিয়ে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে তীব্র প্রতিবাদ গড়ে ওঠে। পরে ধর্ষণবিরোধী আইন সংশোধন করে মৃত্যুদন্ডের বিধান সংযুক্ত করে সরকার।