চট্টগ্রামে ১৪টি সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর স্টেশন রোড থেকে উত্তম সেনকে (৩৫) গ্রেফতার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
তিনি বলেন, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন দুই কেজি ৫৮২ দশমিক ৬৪ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকা।
ওসি মহসিন বলেন, বিকালে স্টেশনের প্রবেশপথে সন্দেহজনক গতিবিধি দেখে উত্তমকে তল্লাশি করে পুলিশ। এ সময় তার কোমরের বেল্টের নিচে এবং পকেটের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে উত্তম বারগুলো নগরীর স্বর্ণবাজার বলে খ্যাত হাজারি গলির এসএন শিল্পালয় নামে একটি স্বর্ণের দোকানের মালিক সনজিৎ ধরের বলে জানিয়েছে। সে স্বর্ণের বারগুলো চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
পরে উত্তমকে নিয়ে বিভিন্ন স্থানে সনজিৎকে ধরতে অভিযানে যায় পুলিশ। তবে তিনি পালিয়ে গেছেন।
এ ঘটনায় পিএসআই মো. আব্দুল্লাহ বাদী হয়ে উত্তম ও পলাতক সনজিৎকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি থানায় মামলা করেছেন।