ভারতের কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করায় বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ফেইসবুক লাইভে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সিলেটের মহসিন তালুকদার নামের এক যুবকের বিরুদ্ধে। যদিও সে পরের একটি লাইভে এসে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। পরিবার দাবি করেছে, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। সিলেট শহরতলীর টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের মরহুম আজাদ বক্স এর কনিষ্ঠ পুত্র মহসিন।
রোববার দিবাগত রাত ১২টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেন ওই যুবক। প্রথমে মাথায় টুপি পরে ফেসবুক লাইভে এসে সালাম প্রদর্শন করে ওই যুবক বলেন, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’ ওই যুবক সাকিব আল হাসান সেলফি তোলা নিয়ে ভক্তদের সাথে খারাপ আচরণ করার সমালোচনা করে তাঁকে গালিগালাজ করেন।
এদিকে, রাতের ওই লাইভের পর গতকাল সোমবার ভোরে ওই আইডি থেকে ফের লাইভে আসেন মহসিন তালুকদার নামের ওই যুবক। এ সময় তিনি আগের লাইভের কথাগুলোর জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘রাত্রে আমি একটি লাইভে এসে সাকিব আল হাসানকে গালিগালাজ করেছিলাম। কিন্তু ফজরের নামাজে যাওয়ার পর আমার মনে হলো বিষয়টি ঠিক হয়নি।
তখন আমি তার হেদায়াতের জন্য দোয়া করি। আল্লাহর কাছে বলি আল্লাহ যেন তাকে হেদায়াত দান করেন। যদিও তখন খুব উত্তেজিত হয়ে আমি অনেকগুলো কথা বলেছি। কিন্তু বিষয়টি ঠিক হয়নি। এজন্য আমি দুঃখিত।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) এ বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তাকে গ্রেফতারের জন্য এসএমপি’র কয়েকটি টিম কাজ করছে বলে জানান তিনি।
মহসিন তালুকদারের বড় ভাই মাসুম তালুকদার জানান, ‘সাম্প্রতিক সময়ে মহসিন তালুকদার নানা অসংলগ্ন ব্যবহার করছে। তার কথাবার্তায় অনেকটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। তার এই কান্ডের জন্য পরিবার লজ্জিত। আমরা পরিবারের পক্ষ থেকে বিশ্ববরেণ্য বাংলাদেশের গর্ব সাকিবের কাছে ক্ষমা চাই।’
টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহীদ আহমদ জানান, ‘পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মহসিন তালুকদার প্রায়ই অসংলগ্ন কর্মকান্ডে পরিবারের সদস্যদেরও জ্বালাতন করে। তিনি বলেন, ঘটনা জেনে গ্রামের পঞ্চায়েতের মুরব্বি নিয়ে করণীয় নির্ধারণ করতে আমরা বসবো। বিশ্বের মত বাংলাদেশের গর্ব সাকিব আল হাসনকে আমরাও সম্মান জানাই। বিষয়টির জন্য পুরো গ্রামবাসী লজ্জিত।’
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ এই অলরাউন্ডার। ওইদিন সন্ধ্যায় ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে পূর্ব কলকাতার কাঁকুড়গাছিতে ‘আমরা সবাই ক্লাব’র ৫৯তম শ্যামাপূজার অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব।