সিলেট৭১নিউজ ডেস্ক::সিলেট নগরীতে আসা ফেনসিডিলের একটি চালান জব্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় আটক করা হয়েছে ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি অটোরিকশা।
মালিকবিহীন অবস্থায় ওই মাদকের চালানটি জব্দ করা হয় নগরীর শামীমাবাদ এলাকা থেকে। উদ্ধার হওয়া মাদকের চালানে ২০০টি ভারতীয় ফেনসিডিল ছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নির্দেশনায় লামাবারবাজার পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এসআই (নি.)/মো. রেজাউল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শামীমাবাদ আবাসিক এলাকার ৪নং রোডের মাথায় অভিযান চালায়। এসময় একজন অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশা চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উল্লেখিত সিএনজি অটোরিকশায় যাত্রী বসার সিটের পিছনে একটি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ভারতীয় তৈরী ২০০ বোতেল ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিলসহ ব্যবহৃত অটোরিকশা (সিলেট থ-১২-৪৮৮২) জব্দ করা হয়।
এ ব্যাপারে এসআই (নি.) মো. রেজাউল করিম বাদি অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশা চালকেরর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৪ (গ)/৩৮ ধারায় কোতোয়ালি মডেল থানায় মামলা (নং-৩৯(১১)২০) দায়ের করেন।