জাতীয় সংসদের সাবেক স্পীকার হুমায়ূন রশীদ চৌধুরীর জন্মদিন উপলক্ষে আজ ১১ নভেম্বর বুধবার বাদ জোহর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল কবর জিয়ারত আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতৃবৃন্দ মরহুম হুমায়ূন রশীদ চৌধুরীর কবর জিয়ারত করেন।