‘আকবরকে পুলিশ আটক করেনি। তাকে আটক করেছে সাধারণ মানুষ। সন্তানহারা মায়ের আকুতি বুঝতে পেরেই তারা আমার ছেলের খুনিকে আটক করেছেন। এজন্য আমি চিরকৃতজ্ঞ। এতোদিন পর হলেও আকবর গ্রেফতার হওয়ায় আমার মন কিছুটা শান্তি পেয়েছে।
সোমবার এসআই আকবর গ্রেফতারের পর পুলিশি নির্যাতনে নিহত রায়হানের মা সালমা বেগম এক প্রতিক্রিয়ায় তিনি এ কথাগুলো বলেন।
আকবরের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাকে র্যাবের কাছে হস্তান্তরের দাবি করে সালমা বেগম বলেন, আমার ছেলের শরীরে ১১১টি আঘাত। তাই আমি চাইব আকবরকেও যেন এমন শাস্তি দেওয়া হয়, যাতে বাংলার মানুষ দেখতে পারে। এতে আমার রায়হানের আত্মা শান্তি পাবে, মা হিসেবে আমিও শান্তি পাব।
উল্লেখ্য, সোমবার সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ভারতীয় খাসিয়াদের হাতে আটক হয় এসআই আকবর। এরপর তাকে খাসিয়ারা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার স্থানীয় মানুষের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।