ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারও সিলেটের বিভিন্ন স্থানে তৌহিদী জনতা প্রতিবাদ বিক্ষোভ করেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পাড়া মহল্লার উদ্যোগে এসব বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে সর্বস্তরের জনতা স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন। জনতার খন্ড খন্ড মিছিল এবং স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় সিলেট নগরী। বিভিন্ন জেলা ও উপজেলায়ও কর্মসূচি পালন করেন স্থানীয় জনতা। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, ফ্রিডম অব স্পিচ এর কথা বলে ফ্রান্স ইসলামবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ফ্রান্স মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশে^র কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত দিয়েছে। তারা বলেন, নবী করিম(সাঃ) কে প্রত্যেক মুসলমান জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। সেই নবীকে নিয়ে ‘কাফেররা ’ধারাবাহিকভাবে অবমাননাকর কর্মকান্ড চালিয়ে যাচ্ছে যা কখনো বরদাস্ত করা হবে না। এর প্রতিবাদ করা কোন রাজনৈতিক কর্মসূচি নয়, এটা সকলের ইমানী দায়িত্ব। বক্তারা বাংলাদেশের সকল জায়গায় ফ্রান্সের সকল পণ্য বর্জনের মাধ্যমে সকলকে ইমানী দায়িত্ব পালনের আহবান জানান। একই সাথে সরকারকে ফরাসী রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানানোসহ ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান তারা।
সম্মিলিত ইসলামী জোট সিলেট ঃ সম্মিলিত ইসলামী জোট সিলেটরে উদ্যোগে গতকাল বাদ আছর কোর্ট পয়েন্টে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী । বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী, বাংলাদেশ খেলাফত আন্দোলন সিলেটের সভাপতি মাওলানা শেখ নাসির উদ্দিন, বাংলাদেশ নেজাম ইসলামী পার্টির সিলেট মহানগর সভাপতি মাওলানা নওফল আহমদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব। বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা এমরান আলম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা আবু বকর সিদ্দিক সরকারের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সহ সভাপতি হাফিজ খলিলুর রহমান, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা মাহমুদ হোসাইন বড়বন্দী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মাসুক আহমদ সালামী, সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাওলানা রফিক আহমদ মহল্লী, মাওলানা এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা নিয়ামত উল্লাহ, কুরআন শিক্ষা বোর্ড সিলেটের মহাপরিচালক মাওলানা কারী মুজাম্মিল হোসেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা আজাদ, মহানগরের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সহ সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ছানাউল্লাহ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা এখলাছুর রহমান, মাওলানা কমরুদ্দীন, কারী আবুল হোসেন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা সিরাজ উদ্দিন, ছাব্বির আহমদ, মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ফয়জুন নুর, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সেক্রেটারি ফখরুল আলম, মাওলানা আসলাম রহমানী, নূরুল হক প্রমুখ।
খেলাফত মজলিস ঃ বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট সদর উপজেলার বিক্ষোভ মিছিল গতকাল মঙ্গলবার সদর উপজেলার টুকেরবাজার এলাকা থেকে বাদ আসর মিছিলটি বের হয়ে তেমুখি পয়েন্টে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস, সিলেট সদর উপজেলার সভাপতি হাফিজ কাজী জুনাইদ আহমদের সভাপতিত্বে ও হাফিজ ইমামুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা ইকবার হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রচার সম্পাদক মাওলানা মুফতি সৈয়দ নাসির, সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী প্রমুখ।
মহানগর জমিয়ত ঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহনগরের উদ্যোগে গতকাল মঙ্গলবার বাদ আছর নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগরীর সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ছালিম ক্বাসেমীর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, মহানগর সমিয়তের সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, শায়খুল হাদীস শাহ আশরাফ আলী মিয়াজানী, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কোতোয়ালী থানাজমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির বাবর প্রমুখ।
জাগো সিলেট ঃ জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা গতকাল মঙ্গলবার সকালে মেন্দিবাগস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলা উদ্দিন আলো সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বেলাল আহমদ, বকুল মিয়া, আব্দুল রব, মানিক মিয়া, আলম মিয়া, রোকন উদ্দিন, আলাই মিয়া, মামুন আহমদ, সামসুদ্দিন মিয়া প্রমুখ।
গোলাপগঞ্জ ঃ গোলাপগঞ্জ ( সিলেট ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ভাদেশ্বর ইউনিয়নের মুসলিম জনতা। গতকাল মঙ্গলবার বিকেলে ভাদেশ্বর মোকামবাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভা আমেরিকা প্রবাসী সাদিক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাফর সাদেক চৌধুরী, সাহেদ আহমদ, ফরহাদ আহমদ চৌধুরী, এনামুল গনি, আমিনুল ইসলাম, সিদ্দিক আহমদ চৌধুরী, জুয়েল আহমদ, রাশেদ আহমদ মুন্না, সারজন আলী প্রমুখ।