ডেস্ক রিপোর্ট : রাজধানীর চকবাজার দেবিদাস ঘাট লেনে অবস্থিত ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমের বাসভবনে অভিযান চালিয়ে কন্ট্রোল রুম ও টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব-১০।
অভিযানে ওই কন্ট্রোল রুম থেকে ওয়াকিটকি, দূরবীন, একটি পিস্তল ও শর্টগান উদ্ধার করে র্যাব। এছাড়া ওই এমপি পুত্রের টর্চার সেলে মিলল হাড়! তবে তা মানুষের হাড় কিনা তা এখনো জানা যায়নি। অভিযানে অংশ নেয়া র্যাব কর্মকর্তারা এ তথ্য জানান।
র্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরফান তার ওই কন্ট্রোল রুমে বসে নিজের কার্যক্রম পরিচালনা করতেন।
আশিক বিল্লাহ আরো জানান, মদপান ও ওয়াকিটকি ব্যবহারের অপরাধে এরফান সেলিম ও তার দেহরক্ষীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে। তবে মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করবে র্যাব।