চল্লিশের কোঠায় পা ছুঁই ছুঁই করছে, কিংবা কম- গোটা এশিয়ায় এমন স্বনামধন্য আইনজীবীদের তালিকা করা হয়েছে। সেখানে সুনামের সাথে শীর্ষস্থানটি দখল করে নিয়েছেন বাংলাদেশের এক আইনজীবী। এই তরুণ আইনজীবী জামালপুরের বকসিগঞ্জ উপজেলার সন্তান ব্যারিস্টার সামীর ছাত্তার।
২০২০ সালে এশিয়ার বিভিন্ন দেশ থেকে অনুর্ধ্ব ৪০ বছর বয়সী ৪০০ জন স্বনামধন্য আইনজীবীর প্রোফাইল চেয়েছিল এশিয়ান লিগ্যাল বিজনেস নামে আন্তর্জাতিক একটি সংগঠন। যাদের নাম এসেছে তাদের মধ্যে থেকে এ মাসের ১৪ তারিখে যাচাই-বাছাইয়ের পর এশিয়ার সেরা ৪০ জন আইনজীবীকে নির্বাচন করা হয়। তাদের মধ্য থেকেই শিক্ষাগত যোগ্যতা, আইনের ওপর দক্ষতা, পেশাদারিত্বসহ নানা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে এই চূড়ান্ত মনোনয়ন সম্পন্ন হয়।
বাংলাদেশের অসংখ্য প্রতিভাবান তরুণ আইনজীবীদের মধ্যে বাংলাদেশ থেকে এই প্রথমবারের মতো ব্যারিস্টার সামীর ছাত্তার মনোনীত হয়েছেন। এর আগে বাংলাদেশ থেকে কেউ এই পদে নির্বাচিত হতে পারেননি।
ব্যারিস্টার সামীর ছাত্তার ইউনিভার্সিটি অব লন্ডনের কুইন মেরি অ্যান্ড ওয়েস্টফিল্ড কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে লন্ডনের বিপিপি ল স্কুল থেকে বার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। তারপর ইউসিএল থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
ব্যারিস্টার সামীর বিশ্ব ব্যাংকের আইসিএসআইডি প্যানেল অব আরবিট্রেটর এর তালিকায় বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সরকার মনোনীত প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
সামীর ছাত্তারের গ্রামের বাড়ি জামালপুর জেলার বকসিগঞ্জ উপজেলায়। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী এবং এফবিসিসিআই এর সভাপতি এম এ সাত্তারের একমাত্র ছেলে।